মঙ্গলবার, ১৩ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

সিভিল ড্রেসে কাউকে গ্রেপ্তার করা যাবে নাঃ স্বরাষ্ট্র উপদেষ্টা

সিভিল ড্রেসে কাউকে গ্রেপ্তার  করা যাবে নাঃ স্বরাষ্ট্র উপদেষ্টা
১৬৩ Views

            ষ্টাফ রিপোর্টার\ গোয়েন্দা পুলিশের কোনো সদস্য যেন আর সাদা পোশাকে কাউকে গ্রেপ্তার না করে সে জন্য নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। গত সোমবার (৬ই জানুয়ারি) রাজধানীর মিন্টো রোডে অবস্থিত গোয়েন্দা পুলিশের কার্যালয় পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান। তিনি বলেন, ‘আয়নাঘর বলতে কোনো কিছু থাকবে না। এখানে কোনো ভাতের হোটেলও থাকবে না। এও বলা হয়েছে যে, এরা (ডিবি পুলিশ) সিভিল ড্রেসে কাউরে অ্যারেস্ট করবে না। তাদের জ্যাকেট অবশ্যই পরিধান করতে হবে। আইডি কার্ড শো করতে হবে। আইনের বাইরে তারা কোনো কাজ করবে না। বাংলাদেশে অবৈধভাবে বসবাসরত বিদেশি নাগরিকদের ব্যাপারে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, ফেব্রæয়ারির ১ তারিখ থেকেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

            পাসপোর্ট করতে পুলিশ ভেরিফিকেশন থাকছে কি না এবিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, এ ব্যাপারে এখনই কিছু বলা যাচ্ছে না। রোহিঙ্গাদের জন্য এখনই পুলিশ ভেরিফিকেশন বন্ধ করা যাচ্ছে না। উপদেষ্টা আরো বলেন, সীমান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও মিয়ানমার থেকে মাদকের চালান হয়, তাই সে বিষয়ে কঠোর নজরদারি রয়েছে। সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রাখতে মিয়ানমার সরকার ও আরাকান আর্মীদের সাথে সরকার প্রতিনিয়ত যোগাযোগ রাখছে।

Share This