সেনাকুঞ্জে সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকার সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছেন। বৃহস্পতিবার বেলা ৩টা ৩৫ মিনিটে তিনি সেনানিবাসের সেনাকুঞ্জে পৌঁছান।
সেনাকুঞ্জে পৌঁছালে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন তাঁকে অভ্যর্থনা জানান।
এর আগে বেলা ৩টা ৩০ মিনিটে খালেদা জিয়া গুলশানের বাসভবন ‘ফিরোজা’ থেকে অনুষ্ঠানস্থলের উদ্দেশে রওনা হন। তাঁর সঙ্গে ছিলেন প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান।
সংবর্ধনা অনুষ্ঠানে পৌঁছানোর পর, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস খালেদা জিয়ার সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও উপস্থিত ছিলেন। খালেদা জিয়াকে দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন এবং চোখের জল ফেলেন।
অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খানসহ দলের অন্যান্য নেতা এবং গণফোরামের প্রতিষ্ঠাতা ড. কামাল হোসেনও উপস্থিত ছিলেন।
এ বছর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির ২৬ জন নেতাকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়।