শনিবার, ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

সোনাইমুড়িতে জমি নিয়ে বিরোধে  বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

সোনাইমুড়িতে জমি নিয়ে বিরোধে বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

১৩ Views

            নিজস্ব প্রতিনিধি\ নোয়াখালীর সোনাইমুড়িতে সম্পত্তি নিয়ে বিরোধে বাবাকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে পালিয়ে গেছে। গত বুধবার রাত প্রায় ৮টার দিকে উপজেলার নদনা ইউপির পূর্ব কালুয়াই গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম রফিক উল্যাহ পাটোয়ারী।

            স্থানীয়রা ও পুলিশ জানায়, জাহাঙ্গীর আলম দীর্ঘদিন ধরে বেকার থাকায় গত বুধবার সন্ধ্যার দিকে নিজ বাড়িতে পৈতৃক সম্পত্তি নিয়ে বাবা রফিক উল্যার সঙ্গে কথা বলেন। এ সময় মেজ ছেলে জাবেদ পাটোয়ারী ও মুকছেদ উল্যাহর সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বাবাকে ছেলে জাবেদ লাঠি দিয়ে আঘাত করে। জাহাঙ্গীর বাধা দিলে তার ওপরও হামলা করা হয়। পরে বাবাকে মাটিতে ফেলে মারধর করতে থাকে। তাদের চিৎকারে স্থানীয়রা এসে রফিক উল্যাহকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

            পুলিশ জানায়, রফিক উল্যার ৪ মেয়ে ৩ ছেলে। বড় ছেলে মুকছেদ উল্যাহ ও মেজ ছেলে জাবেদ বাবার ধানের ব্যবসা করেন। ছোট ছেলে জাহাঙ্গীর আলমকে ওই ব্যবসায় না রাখায় ভাইদের মধ্যে ঝগড়া হয়। বাবাকে সম্পত্তি ভাগ করে দেয়ার জন্য বলে। বাবা উভয়ের মধ্যে ঝগড়া মিটানোর চেষ্টা করে।

            সোনাইমুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। লাশ উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

Share This

COMMENTS