সোনাইমুড়িতে নিয়ন্ত্রণ হারিয়ে লাশবাহী এ্যাম্বুল্যান্স খালে


নিজস্ব প্রতিনিধি\ নোয়াখালীর সোনাইমুড়ীতে একটি লাশবাহী এ্যাম্বুল্যান্স নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি খালে পড়ে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। গত রোববার (৭ই আগস্ট) ভোরে সোনাইমুড়ী-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে উপজেলার চাষিরহাট ইউনিয়নের চাষিরহাট বাজার সংলগ্ন কচুয়া কান্দি রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, নোয়াখালীর মাইজদী থেকে একটি লাশবাহী এ্যাম্বুল্যান্স ঢাকার উদ্দেশে রওনা দেয়। পথে চাষিরহাট এলাকায় পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি খালে পড়ে যায়। দুর্ঘটনার সময় গাড়ির গতি কম থাকায় বড় ধরনের বিপদ ঘটেনি। মাইক্রোবাসে থাকা মরদেহের স্বজনরা নিরাপদেই গাড়ি থেকে বের হয়ে আসে। পরে তারা স্থানীয়দের সহায়তায় অন্য একটি এ্যাম্বুলেন্সে করে ঢাকার উদ্দেশে রওনা দেয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোরশেদ আলম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রমে সহায়তা করেছে পুলিশ। তবে এ ঘটনায় কেউ বড় ধরনের আঘাত পায়নি।’
চন্দ্রগঞ্জ থানার ওসি মোবারক হোসেন ভূঁইয়া বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চালকের চোখে ঘুম চলে আসায় এই দুর্ঘটনা ঘটেছে। তবে গাড়ির গতি কম থাকায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। সোমবার সকালে পুলিশ এ্যাম্বুলেন্সটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।’
