সোনাইমুড়ীতে অবৈধ অস্ত্র উদ্ধারের দাবিতে মানববন্ধন


নিজস্ব প্রতিনিধি\ নোয়াখালীর সোনাইমুড়ীর বজরা বাজারে গত ৪ঠা আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র-ছাত্রীদের উপর হামলা ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। গত বৃহস্পতিবার সকালে স্থানীয়দের উদ্যোগে ঢাকা-নোয়াখালী হাইওয়ে সড়ক অবরোধ করে মানববন্ধন করেন তারা।
এ সময় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে স্থানীয় সন্ত্রাসী মো. জনি, মো. টিপু ও বজরা ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মীরন অর রশীদ মিরনের নেতৃত্বে বিভিন্ন বাহিনী দিয়ে সাধারণ মানুষের ওপর হামলা, চাঁদাবাজি ও নির্যাতন করে আসছে। অবিলম্বে এই এলাকায় সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান চালিয়ে এই সকল সন্ত্রাসীকে আইনের আওতায় আনার দাবি জানান তারা। নির্যাতনের শিকার জহিরুল ইসলাম বলেন, স্থানীয় সন্ত্রাসী মোহাম্মদ জনি রাতের বেলায় মদ খেয়ে আমাকে হঠাৎ পায়ে মেশিন দিয়ে ঢিল করে পঙ্গু করে দেয়। নুর হোসেন লিটন বলেন, জনি, সাহেদ, জহির, জাবেদ ও ইউসুফ মীর্জার নেতৃত্বে গত ৪ঠা আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-ছাত্রীদের ওপর হামলার ঘটনায় আমি ভিডিও করায় তারা আমার বাড়ি-ঘরে হামলা চালিয়ে আমাকে মারধর করে রাস্তার পাশে ফেলে রেখে চলে যায়। এ ঘটনায় থানায় মামলা করলেও পুলিশ এখন পর্যন্ত সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে পারেনি। আমি অবিলম্বে তাদেরকে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। এ সময় ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ উপস্থিত ছিলেন, সাবেক চেয়ারম্যান মোখলেসুর রহমান, আজাদ হোসেন আজাদ, মো. সাইফুল ইসলাম পাটোয়ারী, মো. বেলাল হোসেন, সুখ মিয়া সুমন প্রমুখ।