বুধবার, ৭ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

সৌদি আরবে একদিনে সাতজনের শিরশ্ছেদ

সৌদি আরবে একদিনে সাতজনের শিরশ্ছেদ
৩২৯ Views

মাত্র একদিনের মধ্যেই সৌদি আরবে ৭ জনের শিরশ্ছেদ করা হয়েছে। গত মঙ্গলবার (২৭শে ফেব্রুয়ারি) ‘সন্ত্রাসবাদের’ অভিযোগে শিরশ্ছেদের মাধ্যমে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। দেশটির রাষ্ট্রায়ত্ত্ব বার্তা সংস্থা সৌদি প্রেসি এজেন্সি দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে জানিয়েছে, এই সাতজন “সন্ত্রাসী সংগঠন তৈরি ও অর্থায়নের” অভিযোগে অভিযুক্ত হয়েছিলেন। বিশ্বে মৃত্যুদণ্ড কার্যকরের দিক দিয়ে শীর্ষ তিন দেশের মধ্যে ১টি রয়েছে সৌদি আরব। এ বছর গত ২ মাসের মধ্যে এ পর্যন্ত দেশটিতে ২৯ জনের শিরশ্ছেদ করা হয়েছে। এর আগে ২০২৩ সালে সৌদিতে ১৭০ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল।

২০২২ সালে একদিনে ৮১ জনের শিরশ্ছেদ করা হয়েছিল। ওই ঘটনায় বিশ্বজুড়ে তুমুল সমালোচনার মুখে পড়েছিল সৌদি আরব। সর্বশেষ যাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে তাদের জাতীয়তা প্রকাশ করা হয়নি। তবে তাদের নামের বিষয়টি ইঙ্গিত করছে তারা সবাই সৌদির নাগরিক ছিলেন। সৌদি প্রেস এজেন্সির খবরে আরও বলা হয়েছে, এই সাতজন “সন্ত্রাসবাদের পথ বেছে নেওয়ার অভিযোগে অভিযুক্ত হয়েছেন- যেটির মাধ্যমে রক্ত ঝরানোর আহ্বান জানানো হয়, তারা সন্ত্রাসী সংগঠন ও প্রতিষ্ঠান তৈরি এবং অর্থায়ন করেছিলেন এবং সমাজের শান্তি ও স্থিতিশীলতা বিনষ্টের জন্য সন্ত্রাসী সংগঠনের সঙ্গে যোগাযোগ করেছিলেন।” তবে তারা কোন দল তৈরি করেছিলেন বা কি ধরনের সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে যুক্ত হয়েছিলেন সে ব্যাপারে বিস্তারিত কোনো কিছু জানায়নি সৌদি প্রেস এজেন্সি। সুত্র: টিডিসি

Share This