মঙ্গলবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

স্বাধীনতা পুরস্কার ২০২৬: মনোনয়ন প্রস্তাব জমার শেষ তারিখ ১০ নভেম্বর

স্বাধীনতা পুরস্কার ২০২৬: মনোনয়ন প্রস্তাব জমার শেষ তারিখ ১০ নভেম্বর
Views

স্বাধীনতা পুরস্কার–২০২৬’ এর জন্য মনোনয়ন প্রস্তাব আহ্বান করেছে সরকার। আগামী ১০ নভেম্বর পর্যন্ত এ প্রস্তাব পাঠানো যাবে।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রশাসন–১ শাখার উপসচিব এ. বি. এম. সাদিকুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের ৪ সেপ্টেম্বরের চিঠির বরাতে সমাজকল্যাণ মন্ত্রণালয় ১৮ সেপ্টেম্বর জানায়, মনোনয়ন প্রস্তাবের হার্ডকপি মন্ত্রণালয়ের প্রশাসন–১ শাখায় এবং সফটকপি ই–মেইলে পাঠাতে হবে।

১৯৭৭ সাল থেকে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ, বিজ্ঞান ও প্রযুক্তি, চিকিৎসা বিদ্যা, শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, ক্রীড়া, পল্লী উন্নয়ন, সমাজসেবা/জনসেবা, জনসংখ্যা নিয়ন্ত্রণ, জনপ্রশাসন, গবেষণা ও প্রশিক্ষণসহ সরকার নির্ধারিত মোট ১৩টি ক্ষেত্রে ব্যক্তি, প্রতিষ্ঠান, গোষ্ঠী ও সংস্থার গৌরবোজ্জ্বল অবদানকে স্বীকৃতি জানাতে এ পুরস্কার দেওয়া হয়ে আসছে।

মন্ত্রিপরিষদ বিভাগের বিজ্ঞপ্তি অনুযায়ী, মন্ত্রণালয়/বিভাগসমূহ নিজ নিজ ক্ষেত্রে প্রস্তাব দিতে পারবে। এছাড়া পূর্বে স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিরাও নির্ধারিত যেকোনো ক্ষেত্রে প্রস্তাব জমা দিতে পারবেন।

মনোনয়ন প্রস্তাবের ৩০ সেট সংশ্লিষ্ট কাগজপত্রসহ আগামী ৩০ নভেম্বরের মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগে (উপসচিব, প্রশাসনিক উন্নয়ন ও সমন্বয়–২ অধিশাখা, কক্ষ–১০৩০, ভবন–১, বাংলাদেশ সচিবালয়, ঢাকা–১০০০) জমা দিতে হবে। একইসঙ্গে সফটকপি পেনড্রাইভে বা ই–মেইলে (adc2s@cabinet.gov.bd) পাঠাতে অনুরোধ করা হয়েছে।

চিঠিতে আরও বলা হয়েছে, স্বাধীনতা পুরস্কার সংক্রান্ত নির্দেশাবলী–২০২৪ অনুসারে প্রস্তাবিত ব্যক্তি ও প্রতিষ্ঠানের তথ্য–ছক পূরণ করে পাঠাতে হবে। প্রয়োজনীয় তথ্য মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইট (www.cabinet.gov.bd) থেকে সংগ্রহ করা যাবে।

Share This

COMMENTS