রবিবার, ২৯শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ

স্বাধীন বিচার বিভাগ গড়তে অন্তর্র্বতী সরকার প্রতিশ্রæতিবদ্ধঃ প্রধান উপদেষ্টা

স্বাধীন বিচার বিভাগ গড়তে অন্তর্র্বতী  সরকার প্রতিশ্রæতিবদ্ধঃ প্রধান উপদেষ্টা
১০ Views

            ষ্টাফ রিপোর্টার\ স্বাধীন ও দক্ষ বিচার বিভাগ গড়ে তুলতে অন্তর্র্বতীকালীন সরকার প্রতিশ্রæতিবদ্ধ বলে জানিয়েছেন, প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, জুলাই বিপ্লব নতুন সভ্যতা গড়ে তোলার সুযোগ করে দিয়েছে। প্রধান উপদেষ্টা এই সুযোগ কাজে লাগানোর জন্য বিচার বিভাগ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

            গত রোববার (২২শে জুন) হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত ‘বিচার বিভাগের স্বাধীনতা ও দক্ষতা’ বিষয়ক এক জাতীয় সেমিনারে তিনি এসব কথা বলেন।

প্রধান উপদেষ্টা বলেন, ‘জুলাই অভ্যুত্থানে রাষ্ট্র সংস্কারের জন্য যে সুযোগ তৈরি হয়েছে, তা আর কখনো আসবে না। এ সুযোগ হারাতে দেয়া যাবে না।’

            তিনি বলেন, ‘জুলাই শহীদদের আকাঙ্খা বাস্তবায়নে আমাদের অনেক দূর যেতে হবে। মানবতাবিরোধী অপরাধের বিচারে স্বাধীনভাবে কাজ করছেন ট্রাইব্যুনাল।’ অপরাধীদের বিচারের বিষয়ে জাতি ঐক্যবদ্ধ আছেন বলেও জানান তিনি।

            প্রধান উপদেষ্টার মতে, ‘বিচার বিভাগের পৃথক সচিবালয় হলে স্বায়ত্তশাসন নিশ্চিত হবে, হস্তক্ষেপমুক্ত হবে বিচার বিভাগ, নিশ্চিত হবে স্বাধীনতা ও জবাবদিহি।’

            প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এতে অন্যান্যের মধ্যে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান ও বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নাল আবেদীন বক্তব্য রাখেন।

Share This