বৃহস্পতিবার, ১৪ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

হাজীপুরা বালিকা দাখিল মাদরাসায়  ১৯তম বার্ষিক দোয়া মাহফিল

হাজীপুরা বালিকা দাখিল মাদরাসায় ১৯তম বার্ষিক দোয়া মাহফিল

১০৪ Views

            এ.বি.সিদ্দিক মজুমদার\ গত ২রা মার্চ মনোহরগঞ্জ উপজেলার হাজীপুরা বালিকা দাখিল মাদরাসার উদ্যোগে প্রাকৃতিক দূর্যোগ, বিভিন্ন বালা মুছিবতসহ ফসলাদির ক্ষয়ক্ষতি থেকে উদ্ধার, বিদেশে অবস্থানরত ব্যক্তিদের সার্বিক কল্যান, দেশ ও জাতির উন্নতি এবং মুক্তির জন্য ১৯তম খতমে কোরআন, খতমে ইউনুছ, খতমে তাহলীল, খতমে শেফা, দুরুদে নারিয়া ও দোয়ার মাহফিল বাংলাদেশ কৃষি ব্যাংকের সাবেক মূখ্য কর্মকর্তা ও ব্যবস্থাপক মোঃ সফিকুর রহমানের সভাপতিত্বে মাদরাসা ময়দানে অনুষ্ঠিত হয়। দেশ বরেন্য ৪ শতাধিক ওলামায়ে কেরাম, এলাকার বিশিষ্ট সমাজসেবক, ব্যবসায়ী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজসহ হাজার হাজার লোকের উপস্থিতিতে উক্ত মাহফিলে প্রধান অতিথি ছিলেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের মন্ত্রী মোঃ তাজুল ইসলামের উন্নয়ন সমন্বয়কারী মোঃ কামাল হোসেন। মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, বিপুলাসার ফাযিল মাদরাসার সাবেক অধ্যক্ষ দোয়াগীর মাওলানা একেএম মহিউদ্দিন।                স্বাগত বক্তব্য রাখেন, মাদরাসার প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ এটিএম আব্দুল্লাহ’র সুযোগ্য পুত্র বর্তমান ম্যানেজিং কমিটির সভাপতি লায়ন মোঃ হারুন অর রশিদ। বিশেষ অতিথি ছিলেন, এক্সেসরিজ এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রতিষ্ঠাতা কাজী মোঃ কামাল হোসেন ও মনোহরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আমজাদ হোসেন বিপ্লব। মাহফিলে ওয়াজ করেন, অত্র মাদরাসার সুপারিনটেনডেন্ট মাওলানা মোঃ মনিরুজ্জামান, আমিশাপাড়া কামিল মাদরাসার মুহাদ্দেস মাওলানা মামুনুর রশীদ আল কাফি, সাহাপুর ফাযিল মাদরাসার সহ.অধ্যাপক মাওলানা বিলাল হোসাইন মালেকী। উপস্থিত ছিলেন, মৈশাতুয়া ইউপি চেয়ারম্যান মফিজুর রহমান মিয়াজী, মাদরাসার দাতা সদস্য মিজানুর রশীদ, ইসলামপুর গাছতলা দরবার শরীফের পীর শাহছুফি আলহাজ খাজা হযরত মাওলানা অলি উল্লাহ সাহেবের পুত্র শাহজাদা মাওলানা খাজা তানজির আহমেদ, অত্র মাদরাসার সহ.সুপার মাওলানা আবদুল আউয়াল, মাস্টার শাহাদাত হোসেন, মাস্টার কামাল হোসেন, মাস্টার হুমায়ুন কবির, মাস্টার আবদুল মতিন, মোতালেব হোসেন, মাওলানা হাসান আহম্মেদ নেজামী, হাফেজ ফরিদ আহমেদ প্রমুখ। অত্র মাদরাসার সিনিয়র মৌলভী মাওলানা আলমগীর হোসেনের উপস্থাপনায় ওয়াজ ও দোয়ার মাহফিলে বাদ যোহর দু’হাজারের অধিক মেহমানের মধ্যে তাবারক বিতরনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

Share This

COMMENTS