বৃহস্পতিবার, ১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

হোয়াইট হাউসের সামনে যুদ্ধবিরোধী আন্দোলন

হোয়াইট হাউসের সামনে যুদ্ধবিরোধী আন্দোলন
১৯৯ Views

হোয়াইট হাউসের সামনে যুদ্ধবিরোধী স্লোগানে মুখর একদল বিক্ষোভকারী জড়ো হয়েছেন। তাঁদের প্রধান দাবি, ইসরায়েল ও ইরানের চলমান সংঘাতে যুক্তরাষ্ট্র যেন আর কোনোভাবে সম্পৃক্ত না হয়।

বিক্ষোভকারীরা ইরানে ইসরায়েলের বোমা হামলা এবং ইসরায়েলি বাহিনীকে যুক্তরাষ্ট্রের কোটি কোটি ডলারের সামরিক সহায়তার তীব্র প্রতিবাদ জানিয়েছেন। তাঁরা সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দৃষ্টি আকর্ষণ করে বলেন, যুক্তরাষ্ট্র যেন এই যুদ্ধে সরাসরি অংশ না নেয়।

এদিকে, যুক্তরাষ্ট্রের তিনটি বিমানবাহী রণতরী বহর বর্তমানে মধ্যপ্রাচ্যে মোতায়েন রয়েছে। বিক্ষোভকারীরা জোর দাবি জানান, এসব রণতরী যেন শুধু আত্মরক্ষার উদ্দেশ্যেই ব্যবহৃত হয়—কোনো ধরনের হামলায় নয়।

Share This