১০ গ্রামের মানুষের দুর্ভোগ চরমে সোনাইমুড়ীতে সড়কের বেহাল দশা


নিজস্ব প্রতিনিধি\ সোনাইমুড়ী পৌসভার বরল্লা, চন্দ্রপুর, গোবিন্দপুর, নাওতোলা, রামপুরসহ ১০ গ্রামের মানুষের চলাচলের রাস্তাটির করুণ দশায় শিক্ষার্থী ও রোগীসহ নানা জরুরি কাজে মানুষকে চলাচলে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। এলাকাবাসীর অভিযোগ, সড়কটি সংস্কারে পৌর কর্তৃপক্ষ প্রতিশ্রæতি দিলেও সড়কটি সংস্কার না করায় তাদের দৈনন্দিন চলাফেরায় চরম দুর্ভোগের সম্মুখীন হতে হচ্ছে। সড়কটি সোনাইমুড়ী বাইপাস থেকে আরও প্রশস্ত করে বাজার হয়ে গোবিন্দপুর পর্যন্ত সংস্কার না করায় কয়েক হাজার মানুষের ভোগান্তি ও বিড়ম্বনার অবসানে সড়কটি পাকা করতে পৌর কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা। সড়কটি দিয়ে সোনইমুড়ী বাজার, সোনাইমুড়ী পৌরসভা, সোনাইমুড়ী সরকারি কলেজ, সোনাইমুড়ী মডেল উচ্চ বিদ্যালয়, সোনাইমুড়ী বালিকা উচ্চ বিদ্যালয়, সোনাইমুড়ী হামিদিয়া কামিল মাদ্রাসার ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ যাতায়াত করে থাকেন। গ্রামবাসী বারবার দাবি জানানো সত্তে¡ও পাকাকরণের উদ্যোগ নেয়নি দায়িত্বে থাকা জনপ্রতিনিধিরা।
স্থানীয়রা ক্ষোভের সঙ্গে বলেন, জনপ্রতিনিধিরা নির্বাচনের সময় এসে বড় বড় কথা বলে যান। নির্বাচন শেষে তারা আর এলাকায় আসেন না। এই সড়ক ৪ কিলোমিটার এতো খারাপ যে, সামান্য বৃষ্টি হলে চলাচলের অযোগ্য হয়ে পড়ে। আর এ অবস্থা দেখে অন্য এলাকার মানুষ এসব গ্রামে কোনো কর্মকান্ডে আসতে চায় না।
পৌরসভার ৭নং ওয়ার্ড জামায়াত নেতা হারিছ আহমেদ বলেন, সড়কটি সংস্কার করা জরুরি হয়ে পড়েছে। সোনাইমুড়ী পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার নাছরিন আক্তার জানান, সড়কটি সংস্কারের প্রক্রিয়া চলছে। ২০ ফিট প্রশস্ত ও পাশে ড্রেনসহ ২৫ ফিট করার প্রকল্প হাতে নেয়া হয়েছে।
