বৃহস্পতিবার, ১৪ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

১৫ই অক্টোবর মঙ্গলবার এইচএসসি  পরীক্ষার ফল প্রকাশের তারিখ ঘোষণা

১৫ই অক্টোবর মঙ্গলবার এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ ঘোষণা

৫৩ Views

            ষ্টাফ রিপোর্টার\ চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের চূড়ান্ত তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ১৫ই অক্টোবর সকাল ১১টায় এবারের এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হবে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার ৭ই অক্টোবর (সোমবার) বিকেলে দৈনিক কালের কণ্ঠকে এ তথ্য জানান। শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বিগত সময়ের মতো এবার সরকারপ্রধানের কাছে ফল হস্তান্তর করা হবে না। ১৫ই অক্টোবর সকাল ১১টায় স্ব স্ব শিক্ষা বোর্ড ফল প্রকাশ করবে। তবে আগের মতো কোনো আনুষ্ঠানিকতা করা হবে না।

            এবারও আগের মতো এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে পারবেন শিক্ষার্থীরা। এছাড়া শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ফল প্রকাশ করা হবে।

            উল্লেখ্য, চলতি বছরের এইচএসসি পরীক্ষা শুরু হয়েছিল গত ৩০শে জুন। ১৬ই জুলাই পর্যন্ত পরীক্ষা ঠিকঠাকভাবে সম্পন্ন হয়। তবে আন্দোলনের পরিপ্রেক্ষিতে প্রথমে ১৮ই জুলাইয়ের পরীক্ষা এবং পরে ২১, ২৩ ও ২৫শে জুলাইয়ের পরীক্ষা স্থগিত করা হয়। এরই মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক পর্যায়ে গণ-অভ্যুত্থানের মুখে গত ৫ই আগস্ট ক্ষমতাচ্যুত হয় শেখ হাসিনা সরকার।

            এ পরিস্থিতিতে বাকি পরীক্ষাগুলোর তারিখ কয়েকবার পরিবর্তন করা হয়। সবশেষ নতুন তারিখ নির্ধারণ করা হয় ১১ই আগস্ট। তবে পরীক্ষার্থীরা স্থগিত পরীক্ষাগুলো বাতিল করার দাবিতে আন্দোলন শুরু করেন। ২০শে আগস্ট সচিবালয়ে এক সভায় ১১ই সেপ্টেম্বর থেকে সংক্ষিপ্ত পরিসরে পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত হলেও শিক্ষার্থীরা শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিবসহ বেশ কয়েকজন কর্মকর্তাকে অবরুদ্ধ করে বিক্ষোভ শুরু করেন। পরে শিক্ষা প্রশাসন এসব পরীক্ষা বাতিল করতে বাধ্য হয়।

Share This