১৫ টাকা কেজি দরে ৩০ কেজি চাল পাবেন ৫৫ লাখ পরিবার


৪৯ Views
আগামী আগস্ট মাস থেকে দেশে পুনরায় চালু হচ্ছে খাদ্যবান্ধব কর্মসূচি। ছয় মাস মেয়াদি এই কর্মসূচির আওতায় দেশের ৫৫ লাখ পরিবারকে প্রতি কেজি চাল ১৫ টাকা দরে মাসে ৩০ কেজি করে চাল দেওয়া হবে।
মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার।
তিনি বলেন, “আগামী আগস্ট থেকে শুরু হয়ে এই কর্মসূচি আগামী ছয় মাস পর্যন্ত চলবে। এর আওতায় অন্তর্ভুক্ত পরিবারগুলো মাসে ৩০ কেজি করে চাল পাবে, প্রতি কেজির মূল্য নির্ধারিত হয়েছে ১৫ টাকা।”
বাজারে চালের সরবরাহ ও মূল্যস্থিতিশীল রাখতে সরকার ইতোমধ্যে ৪ লাখ মেট্রিক টন চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে বলেও জানান তিনি।
খাদ্য উপদেষ্টা আরও বলেন, “চাল আমদানির এই সিদ্ধান্ত বাজারে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আমরা আশা করছি।”