বৃহস্পতিবার, ৯ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

১৮তম শিক্ষক নিবন্ধনের ফল প্রকাশ

১৮তম শিক্ষক নিবন্ধনের ফল প্রকাশ
১৫০ Views

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) ১৮তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল প্রকাশ করেছে। এতে মোট ৬০ হাজার ৫২১ জন প্রার্থী চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছেন। ফল প্রকাশ করা হয় বুধবার বিকেল ৫টা ৩০ মিনিটে

এনটিআরসিএ চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মোহাম্মাদ মফিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৩ সালের ১২ ও ১৩ জুলাই অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় ৮৩ হাজার ৮৬৫ জন উত্তীর্ণ হন। পরবর্তীতে ৮১ হাজার ২০৯ জন মৌখিক পরীক্ষায় অংশ নেন। তাদের মধ্য থেকে যাচাই-বাছাই শেষে ৬০ হাজার ৫২১ জনকে চূড়ান্তভাবে উত্তীর্ণ হিসেবে ঘোষণা করা হয়েছে।

ফলাফল জানার উপায়:

চূড়ান্ত ফলাফল প্রার্থীদের নিবন্ধিত মোবাইল নম্বরে এসএমএস এর মাধ্যমে পাঠানো হচ্ছে। পাশাপাশি ফলাফল জানা যাবে দুটি ওয়েবসাইটে:

প্রার্থীরা নিজ নিজ ব্যাচ নম্বর দিয়ে ফলাফল দেখতে পারবেন।

সংক্ষিপ্ত সময়রেখা:

  • বিজ্ঞপ্তি প্রকাশ: ২ নভেম্বর ২০২৩

  • প্রাথমিক (MCQ) পরীক্ষা: ১৫ মার্চ ২০২৪

  • লিখিত ফলাফল প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৪

  • মৌখিক পরীক্ষা: লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের নিয়ে অনুষ্ঠিত

  • চূড়ান্ত ফল প্রকাশ: ৪ জুন ২০২৫

উল্লেখ্য, ১৮তম শিক্ষক নিবন্ধনের জন্য এবার প্রায় ১৯ লাখ প্রার্থী আবেদন করেছিলেন, যা এ পর্যন্ত সর্বোচ্চ রেকর্ড।

Share This

COMMENTS