বৃহস্পতিবার, ১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

২০২৫–২৬ শিক্ষাবর্ষে মেডিকেল ভর্তি আবেদন শুরু মঙ্গলবার

২০২৫–২৬ শিক্ষাবর্ষে মেডিকেল ভর্তি আবেদন শুরু মঙ্গলবার
৫০ Views

২০২৫–২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস কোর্সে ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে আগামীকাল মঙ্গলবার থেকে। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর ইতোমধ্যে অনলাইন ফরম পূরণের বিস্তারিত নির্দেশনা প্রকাশ করেছে। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১২ ডিসেম্বর

নির্দেশনা অনুযায়ী, অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে ১২ নভেম্বর, মঙ্গলবার সকাল ১০টা থেকে। আবেদন করার শেষ সময় ২১ নভেম্বর, শুক্রবার রাত ১১টা ৫৯ মিনিট, এবং ফি জমা দেওয়ার শেষ সময় ২২ নভেম্বর, শনিবার রাত ১১টা ৫৯ মিনিট

আবেদনের যোগ্যতা হিসেবে নির্ধারণ করা হয়েছে—প্রার্থীদের এসএসসি/ও-লেভেল/সমমান এবং এইচএসসি/এ-লেভেল/সমমান পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৮.৫ থাকতে হবে। তবে কোনো পরীক্ষায় এককভাবে জিপিএ ৪.০০–এর নিচে হলে আবেদন গ্রহণযোগ্য হবে না। পাশাপাশি, জীববিজ্ঞানে (Biology) ন্যূনতম গ্রেড পয়েন্ট ৩.৫ থাকতে হবে।

ভর্তি ফরম পূরণসহ সব প্রক্রিয়া সম্পন্ন করতে হবে অনলাইনে। আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যাবে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য মন্ত্রণালয়, এবং টেলিটক বাংলাদেশের অফিসিয়াল ওয়েবসাইটগুলোতে।

Share This