মঙ্গলবার, ৪ঠা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

২৩৭ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা

২৩৭ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা
৪৪ Views

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলের চেয়ারপারসন খালেদা জিয়া প্রতিদ্বন্দ্বিতা করবেন ফেনী–০১, বগুড়া–০৭ এবং দিনাজপুর–০৩ আসনে। অন্যদিকে, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রার্থী হচ্ছেন বগুড়া–০৬ আসনে।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর লড়বেন ঠাকুরগাঁও–০১ আসনে। সোমবার বিকেলে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি প্রার্থীদের নাম ঘোষণা করেন।

মির্জা ফখরুল বলেন, “যেসব আসনে এখনো প্রার্থী ঘোষণা করা হয়নি, সেগুলোর নাম পরবর্তীতে জানানো হবে। কিছু আসন শরিক দলের জন্য ছেড়ে দেওয়া হবে।”

প্রার্থী ঘোষণার আগে দুপুর সাড়ে ১২টায় বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা জরুরি বৈঠকে বসেন। প্রায় পাঁচ ঘণ্টা চলা বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠকে আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থী চূড়ান্ত ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে করণীয় বিষয়ে আলোচনা হয়।

আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আমীর খসরু মাহমুদ চৌধুরী, আবদুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান, নজরুল ইসলাম খান, এ জেড এম জাহিদ হোসেন, মির্জা আব্বাস এবং হাফিজ উদ্দিন আহমদসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Share This