বৃহস্পতিবার, ৩১শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

৩ মাসের মধ্যে বেসরকারি শিক্ষক বদলির নীতিমালা প্রণয়নের নির্দেশ হাইকোর্টের

৩ মাসের মধ্যে বেসরকারি শিক্ষক  বদলির নীতিমালা প্রণয়নের  নির্দেশ হাইকোর্টের
৪৪৪ Views

            ষ্টাফ রিপোর্টার\ সারাদেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের বদলির নীতিমালা ৩ মাসের মধ্যে প্রণয়ন করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। গত সোমবার (২৯শে এপ্রিল) বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। শিক্ষা সচিবসহ সংশ্লিষ্টদের এই নীতিমালা প্রণয়ন করতে আদেশ দেয়া হয়েছে।

            এর আগে এক রিটে বিভিন্ন জেলার এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক শিক্ষক বদলি নীতিমালা তৈরির নির্দেশনা চাওয়া হয়। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া এবং তার সঙ্গে ছিলেন অ্যাডভোকেট আবদুল্লাহ আল মামুন।

            অ্যাডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া গণমাধ্যমকে বলেন, আদালত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের বদলির নীতিমালা প্রণয়নের নির্দেশ দিয়েছেন। এই রায়ের মাধ্যমে শিক্ষকদের দীর্ঘদিনের আশা ও দাবি পূরণ হলো। আমরা আশা করছি, আদালতের রায় অনুসরণ করে দ্রæত নীতিমালা প্রণয়ন করবে সংশ্লিষ্টরা।

Share This

COMMENTS