শনিবার, ১৯শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

বরুড়ায় অবৈধভাবে নির্মিত ৩০টি দোকান উচ্ছেদ

বরুড়ায় অবৈধভাবে নির্মিত ৩০টি দোকান উচ্ছেদ
১২৬ Views

            নিজস্ব প্রতিনিধি\ কুমিল্লার বরুড়ায় অবৈধভাবে নির্মিত ৩০টি দোকান ভেঙ্গে দিয়েছে ভ্রাম্যমান আদালত। গত ২৩শে ডিসেম্বর উপজেলার আড্ডা বাজারে খালের উপর অবৈধ ভাবে নির্মিত মোট ৩০টি দোকান উচ্ছেদ করা হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মঈন উদ্দিন এর নেতৃত্বে উচ্ছেদ কার্যক্রমে সহযোগিতা করেন বরুড়া থানা পুলিশের ২টি টিম, বাংলাদেশ আনসার বরুড়ার ১টি টিম এবং র‌্যাব এর ১টি টিম।

            জানা গেছে, আড্ডা বাজারের কার্জন খালের শাখা খালের উপর দীর্ঘদিন যাবত অবৈধভাবে দোকান নির্মাণ করে একটা শ্রেণি। উপজেলা প্রশাসন বিভিন্ন সময় নিষেধাজ্ঞা দিয়ে আসলেও প্রশাসনের নির্দেশ অমান্য করে যাচ্ছে এ মর্মে উপজেলা নির্বাহী অফিসার নু-এমং মারমা মং এর এর নির্দেশনা অনুযায়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মঈন উদ্দিন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উচ্ছেদ অভিযান চালান।

            এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জানান, আড্ডা বাজারের খালের উপর অবৈধভাবে নির্মিত ৩০টি দোকান ভ্রাম্যমান আদালতের মাধ্যমে উচ্ছেদ অভিযানের মাধ্যমে ভেঙ্গে দেয়া হয়। এছাড়াও বরুড়া উপজেলার যে জায়গায় অবৈধভাবে ড্রেজার চালানোসহ জমি দখলকারীদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান।

Share This

COMMENTS