চান্দিনায় জিপিএ-৫ প্রাপ্ত ১৭৬ শিক্ষার্থীকে প্রশাসনের সংবর্ধনা


নিজস্ব প্রতিনিধি\ কুমিল্লার চান্দিনায় এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় ১৭৬ জন জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে উপজেলা প্রশাসন।
গত বৃহস্পতিবার (১৪ই আগস্ট) বিকেলে চান্দিনা পৌর আধুনিক কমিউনিটি সেন্টারে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা সনদ ও স্কুল ব্যাগ দেয়া হয়। এতে ১৯টি বিদ্যালয় থেকে ১৫৪ জন, ৯টি মাদরাসা থেকে ১০ জন এবং ৩টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১৩ জন জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধিত করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ আশরাফুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আল নুর, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ-উল-ইসলাম, উপজেলা কৃষি অফিসার মো. মোরশেদ আলম, উপজেলা প্রকৌশলী মো. রাকিবুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. ইকবাল হাছান, চিলোড়া পূর্ব অম্বরপুর কারিগরি উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদ সভাপতি সহকারী অধ্যাপক রুহুল আমিন, দোল্লাই নবাবপুর আহসান উল্লাহ উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদ সভাপতি শাহজাহান সাজু, মোহনপুর ইসলামিয়া দাখিল মাদরাসার সুপার মো. আফাজ উদ্দিন মিয়াজি, কুটুম্বপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামরুল কবির, শিক্ষার্থী তালহা বিন অলিউল্লাহ প্রমুখ।
চান্দিনা ডা. ফিরোজা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী শিক্ষক কাউসার হোসেনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, চান্দিনা আল আমিন ইসলামিয়া কামিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মাহবুবুর রহমান আশরাফী, মাতৃভূমি মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মু. আখতার হোসাইন, বাড়েরা উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদ সভাপতি মো. দুলাল হোসেন, মহিচাইল দেওয়ানুল উলুম দাখিল মাদরাসার সভাপতি গাজী আলাউদ্দিন প্রমুখ।