শুক্রবার, ২৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

কুমিল্লা থেকে প্রকাশিত দু’টি দৈনিক পত্রিকার ডিক্লারেশন বাতিল

কুমিল্লা থেকে প্রকাশিত দু’টি দৈনিক  পত্রিকার ডিক্লারেশন বাতিল
Views

            ষ্টাফ রিপোর্টার\ কুমিল্লা থেকে প্রকাশিত দু’টি দৈনিক পত্রিকার ঘোষণাপত্র (ডিক্লারেশন) বাতিল ঘোষণা করা হয়েছ। গত ১০ই আগস্ট কুমিল্লা জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আমিরুল কায়ছার এক আদেশে পত্রিকা দু’টি বাতিলের আদেশ প্রদান করেন। বাতিলকৃত পত্রিকা দু’টি হলো- দৈনিক আমাদের কুমিল্লা ও দৈনিক পূর্বাশা।

            কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়ছার স্বাক্ষরিত আদেশে বলা হয়, ‘ছাপাখানা ও প্রকাশনা (ঘোষণা ও নিবন্ধীকরণ) আইন ১৯৭৩ এর ৯/১১ ও ৯ (৩) ধারার ক্ষমতা বলে ‘দৈনিক আমাদের কুমিল্লা’ ও ‘দৈনিক পূর্বাশা’ পত্রিকা দু’টির ঘোষণাপত্র এতদ্বারা বাতিল মর্মে ঘোষণা করা হলো।’

            বাতিল ঘোষণার আদেশের কপি স্বরাষ্ট্র মন্ত্রণালয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয় ও শাখায় পাঠানো হয়েছে।

            উল্লেখ্য, ছাপাখানা ও প্রকাশণা (ঘোষণা ও নিবন্ধিকরণ) আইন-১৯৭৩ এর ৯ নম্বর ধারায় সংবাদপত্র প্রকাশ না করিবার ফলাফলে বলা হয়েছে ‘দৈনিক সংবাদপত্র তিনমাস যাবৎ প্রকাশিত না হলে সংবাদপত্রের বিষয়ে প্রদত্ত ঘোষণা বাতিল হয়ে যাবে। এছাড়াও পত্রিকা প্রকাশিত হলেও চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরে নিয়মিত কপি জমা প্রদান না করলে ঘোষণাপত্র বাতিল করার জন্য সুপারিশ করার বিধান রয়েছে।

Share This

COMMENTS