ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ ১০ই সেপ্টেম্বর


ষ্টাফ রিপোর্টার\ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আগামী ১০ই সেপ্টেম্বর খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। গত বুধবার সব জেলা নির্বাচন কর্মকর্তার কাছে ইসির এ সিদ্ধান্তের কথা চিঠি দিয়ে জানানো হয়েছে। এতে বলা হয়, খসড়া তালিকার ওপর সাধারণ মানুষ দাবি বা আপত্তি জানাতে পারবে ২৫শে সেপ্টেম্বর পর্যন্ত। দাবি বা আপত্তি নিষ্পত্তির শেষ তারিখ ১২ই অক্টোবর। আর খসড়া ভোটার তালিকা চূড়ান্তের সম্ভাব্য তারিখ ২০শে অক্টোবর।
ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচনের তফশিল এবং ফেব্রæয়ারিতে ভোটগ্রহণের পরিকল্পনা রয়েছে ইসির।
কর্মকর্তারা জানান, এবার নির্বাচন সামনে রেখে কিছুটা আগেভাগেই খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করতে যাচ্ছে ইসি। বিগত নির্বাচনগুলোয় রাজনৈতিক বিবেচনায় যেসব ভোটকেন্দ্র স্থাপন করা হয়, সেগুলোর ওপর মানুষ যাতে আগেভাগে আপত্তি জানাতে পারে এবং ওই আপত্তি অনুযায়ী বিকল্প কেন্দ্র বের করা যায়, সেই লক্ষ্যে এ পদক্ষেপ নেয়া হয়েছে। এছাড়া নির্বাচন সামনে রেখে প্রস্তুতিমূলক কাজ ইসি আগেভাগেই শেষ করতে চায়। খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ তারই অংশ।