শুক্রবার, ২৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

কুমিল্লায় সড়ক নিরাপত্তা কমিটির সভা পদুয়ার বাজার ও আলেখারচরে হবে প্রশস্ত নতুন ইউটার্ন

<span class="entry-title-primary">কুমিল্লায় সড়ক নিরাপত্তা কমিটির সভা</span> <span class="entry-subtitle">পদুয়ার বাজার ও আলেখারচরে হবে প্রশস্ত নতুন ইউটার্ন</span>
২৫ Views

            ষ্টাফ রিপোর্টার\ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজারে পল্লী বিদ্যুৎ সমিতির সামনে ইউটার্নের বিকল্প হিসেবে নিরাপদ আরও একটি ইউটার্ন নির্মান করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ের মুখে ইউটার্নটির সামনে থেকে সর্বোচ্চ ৫০০ মিটার সামনে নতুন ও প্রশস্ত করে নির্মান করা হবে। গত রোববার বিকেলে কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়সারের সভাপতিত্বে সভায় অংশ নেন জেলা পুলিশ সুপার নাজির আহমেদ খান, কুমিল্লা সেনাবাহিনীর ২৩ বীরের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহমুদুল হাসান, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা, বিআরটিএ কুমিল্লা সার্কেলের সহকারী পরিচালক মোঃ ফারুক আলম, আদর্শ সদর, সদর দক্ষিণ, চান্দিনা ও দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সড়ক সংশ্লিষ্ট কর্মকর্তা ও পরিবহন মালিক নেতৃবৃন্দ।

            জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়সার জানান, নতুন যে ইউটার্নগুলো করা হবে সেগুলো একটু বেশি প্রশস্ত করে নির্মাণ করা হবে। নতুন নির্মিত ইউটার্নগুলোর এলাকায় একটি করে লেন বৃদ্ধি করা হবে- যেন যানবাহনগুলো ঘুরে আসতে কোন ধরনের বিঘœ না ঘটে। খুব দ্রæত সময়ের মধ্যে এসব সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে। মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো ঝুঁকিমুক্ত করতে সংশ্লিষ্ট সকল দপ্তরকে নির্দেশনা দেয়া হয়েছে। সকল বিভাগের সমন্বিত মতামতের ভিত্তিতে এসব সিদ্ধান্ত নেয়া হয়েছে।

            এছাড়া সভায় জানানো হয়, মহাসড়কের পাশে কোন হোটেল রেষ্টুরেন্ট বা রিফুয়েলিং স্টেশন থেকে বাস কাউন্টার অপসারন করতে হবে। কুমিল্লা-নোয়াখালী মহাসড়কের পদুয়ার বাজারের দক্ষিণ পার্শ্বের ফুটওভার ব্রীজের নিচ থেকে সকল ধরনের কাউন্টার ও বাস স্টপেজ সরানো হবে। আলেখার চর এলাকায় যেসব বাস কুমিল্লা শহর থেকে ঢাকামুখী লেনে চলাচল করে সেজন্য বর্তমানে যুদ্ধজয় ভাস্কর্যের সামনে থেকে আরো দক্ষিণে একটি নিরাপদ ইউটার্ন নির্মান করা হবে এবং যাত্রী ছাউনি দখল মুক্ত করা হবে।

            সভায় জানানো হয়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজারে যে ইউলুপ নির্মাণের কাজ চলছে তার পঁচিশ শতাংশ শেষ হয়েছে। ৫৭টি আপত্তির মধ্যে একটি আপত্তির শুনানি করা হয়েছে। আগামী ৩ মাসের মধ্যে সকল আপত্তি শেষ করে ভূমি অধিগ্রহণের কাজ শেষ করার সর্বোচ্চ চেষ্টা করা হবে।

            উল্লেখ্য, গত শুক্রবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজারে ইউটার্নে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয় একই পরিবারের ৪ জন। এরপর থেকে পদুয়ার বাজার পল্লী বিদ্যুতের সামনে ইউটার্নটি বন্ধ করে দিয়ে দয়াপুর ইউটার্ন দিয়ে সাময়িকভাবে যান চলাচলের জন্য নির্দেশনা দেয়া হয়। তবে নতুন ইউটার্ন নির্মাণ না হওয়া পর্যন্ত দয়াপুর ইউটার্ন দিয়ে যানবাহন চলাচল করতে হবে।

Share This