দেবিদ্বারে কিশোরগ্যাং প্রতিরোধে সচেতনতামুলক সভা


নিজস্ব প্রতিনিধি\ কুমিল্লার দেবিদ্বার উপজেলার নুরপুর আলোর শক্তি ফাউন্ডেশনের উদ্যোগে মাদক, ইভটিজিং, কিশোরগ্যাং প্রতিরোধে সচেতনতা সৃষ্টি এবং কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অসহায় নারীদের কর্মসংস্থানের উদ্দেশ্যে ছাগল বিতরণ অনুষ্ঠিত হয়।
গত রোববার (৩১শে আগস্ট) দুপুরে উপজেলার নুরপুর মনসুর আলী এন্ড আব্দুর বারী উচ্চ বিদ্যালয় হল রুমে আলোর শক্তি ফাউন্ডেশনের সভাপতি অ্যাডভোকেট আল আমিন পাটোয়ারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিমের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ১০ জন সেরা শিার্থীদের বই প্রদান, ২৫ জন কৃতি শিার্থীদের কৃতি সংবর্ধনা ও আমন্ত্রিত ৪ অতিথিকে সম্মাননা স্বারক, ১০ জন অসহায় নারীকে কর্মসংস্থানের উদ্দেশে ছাগল বিতরণ করা হয়।
মাদক, ইভটিজিং, কিশোরগ্যাং প্রতিরোধে সচেতনতা সৃষ্টি এবং কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দেবিদ্বার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবুল হাসনাত খাঁন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দেবিদ্বার থানা অফিসার ইনচার্জ (ওসি) শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াস, মাধ্যমিক শিক্ষা অফিসার দেওয়ান মো. জাহাঙ্গীর, সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার, ফতেহাবাদ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সালাউদ্দিন রুহুল, কৃতি শিক্ষার্থী সাজ্জাদ হোসেন, ব্যবসায়ী ও সমাজ সেবক মনির হোসেন, ব্যবসায়ী জাহিদুল ইসলাম বাহাদুর, ইউপি সদস্য ইউনুছ প্রমুখ।