বৃহস্পতিবার, ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

চৌদ্দগ্রামে প্রাইভেটকারে ৩০ কেজি গাঁজাসহ চালক আটক

চৌদ্দগ্রামে প্রাইভেটকারে ৩০ কেজি গাঁজাসহ চালক আটক
১২৩ Views

            নিজস্ব প্রতিনিধি\ কুমিল্লার চৌদ্দগ্রামে প্রাইভেটকারে ৩০ কেজি গাঁজা নিয়ে মোঃ জলিল (৪৪) নামে এক চালককে আটক করেছে থানা পুলিশ। জলিল কুমিল্লা সদর উপজেলার শ্রীধরপুর গ্রামের আবদুল মান্নানের ছেলে।

            থানার উপ-পরিদর্শক আবুল কালাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাবুচি বাজার এলাকায় অভিযান চালানো হয়। অভিযানের সময় সন্দেহজনক প্রাইভেটকার (ঢাকামেট্রো-গ-২৯-৫১৮৬) আটক করা হয়। গাড়ি তল্লাশী চালিয়ে ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং চালক জলিলকে আটক করা হয়।

            এ ঘটনায় জলিলের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

            উপ-পরিদর্শক আবুল কালাম আরও বলেন, “মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। তবে মাদক নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি সকলের সচেতনতা প্রয়োজন।”

Share This

COMMENTS