বৃহস্পতিবার, ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

লাকসামে  কিশোরীকে যৌন হয়রানির অভিযোগে সৎ পিতা জেলহাজতে

লাকসামে  কিশোরীকে যৌন হয়রানির  অভিযোগে সৎ পিতা জেলহাজতে
১৪৩ Views

            নিজস্ব প্রতিনিধি\ কুমিল্লার লাকসামে সৎ পিতার বিরুদ্ধে কিশোরীকে যৌন হয়রানি ও জোরপূর্বক শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে। এ বিষয়ে ভুক্তভোগী কিশোরীর লিখিত অভিযোগের প্রেক্ষিতে থানা পুলিশ অভিযুক্ত পিতাকে আটক করে আদালতে পাঠিয়েছে।

            অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগীর মা বাংলাদেশ রেলওয়ের পিডবিøউডি বিভাগে চাকরি করেন। প্রায় ১৩ বছর আগে প্রথম স্বামীর সঙ্গে দাম্পত্য কলহের কারণে তার বিচ্ছেদ হয়। পরে ২০২১ সালের জুলাই মাসে তিনি নূরে আলম মীর জিকু (৩৬) নামে এক ব্যক্তিকে বিয়ে করেন। বিয়ের পর থেকেই জিকু ওই কোয়ার্টারে স্ত্রী ও সৎ মেয়ের সঙ্গে বসবাস শুরু করেন।

            ভুক্তভোগীর অভিযোগ, এসএসসি পরীক্ষার পর বাসায় অবস্থানকালে সৎ পিতা বারবার অনাকাঙ্খিতভাবে তার গায়ে হাত দিতো। গত ২৭শে জুলাই রাতে তাকে শয়নকক্ষে নিয়ে জোরপূর্বক শারীরিকভাবে নির্যাতন করে। পরবর্তীতে হুমকি দিয়ে একাধিকবার একই ধরনের আচরণ করে।

            সর্বশেষ গত ২৮শে আগস্ট সকালে খালি বাসায় একা পেয়ে জিকু কিশোরীকে জোরপূর্বক আলিঙ্গনের চেষ্টা করেন। এ সময় ঘটনাটি কিশোরীর মা দেখে ফেললে উল্টো মেয়ের নামে মিথ্যা অপবাদ দেয়। এরপর মা-মেয়েকে হত্যার হুমকি দিয়ে তিনি বের হয়ে যান।

            ভুক্তভোগী বলেন, ‘আমি তাকে নিজের পিতার মতো বিশ্বাস করতাম। কিন্তু সে এমন আচরণ করবে, তা কল্পনাও করিনি। আমি ন্যায়বিচার চাই।’

            ভুক্তভোগীর মা বলেন, ‘একজন নারী কখনো স্বামীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলে না। নিজের চোখে মেয়ের প্রতি অন্যায় দেখেছি। এর ন্যায্য বিচার চাই। সমাজের সচেতন মানুষদেরও আমাদের পাশে দাঁড়ানোর আহŸান জানাচ্ছি।’

            লাকসাম থানার ওসি (তদন্ত) এস এম আরিফুর রহমান জানান, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। আসামিকে আটক করে আদালতে চালান দেয়া হয়েছে।

Share This

COMMENTS