বৃহস্পতিবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

বুড়িচংয়ের নিমসারে সড়ক ও জনপথের জায়গায় শত শত দোকান-পাট গড়ে তুলে কোটি কোটি টাকার বাণিজ্য

বুড়িচংয়ের নিমসারে সড়ক ও জনপথের জায়গায় শত শত  দোকান-পাট গড়ে তুলে কোটি কোটি টাকার বাণিজ্য
১৫ Views

            আক্কাস আল মাহমুদ হৃদয়\ কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের নিমসার এলাকায় সড়ক ও জনপথের জমি দখল করে অবৈধভাবে শত শত দোকানপাট গড়ে তুলে কোটি কোটি টাকার বাণিজ্য করছে একটি প্রভাবশালী মহল।

            স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে নিমসার বাজারের সূচনা হয়েছিল গত শতাব্দির আশির দশকের মাঝামাঝি সময়ে। প্রথম দিকে কৃষকরা মহাসড়কের পাশে পণ্য বিক্রি করলেও ধীরে ধীরে ক্রেতা-বিক্রেতার চাপ বাড়তে থাকায় স্থানীয় প্রভাবশালীরা সড়ক ও জনপথের জায়গা দখল করে সেখানে অস্থায়ী ঘর তুলে তা পাইকারদের কাছে আড়ত হিসেবে ভাড়া দিতে শুরু করেন।

            বর্তমানে মহাসড়কের প্রায় ৩শত মিটার জায়গা দখল করে সেখানে শত শত দোকানঘর নির্মান করে ব্যবসায়ীদের কাছে ভাড়া দিয়ে বিপুল অংকের অর্থ হাতিয়ে নিচ্ছে মহলটি। এতে প্রতিবছর রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে সরকার।

            এলাকাবাসীর অভিযোগ, প্রতিটি দোকান থেকে দখলদাররা এক থেকে সাড়ে ৩ লাখ টাকা অগ্রিমসহ মাসিক ২ থেকে ৬ হাজার টাকা ভাড়া আদায় করছেন। এতে প্রতি মাসে লাখ লাখ টাকা আয় করছেন সিন্ডিকেট সদস্যরা। অথচ এসব অর্থ সরকারের রাজস্ব খাতে জমা হচ্ছে না।

            নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় বাসিন্দা জানান, সড়ক ও জনপথের জায়গা ছাড়াও উপজেলা প্রশাসন নির্ধারিত স্থান এবং ব্যক্তি মালিকানাধীন জমিতে শত শত ব্যবসায়ী নিয়মিত ব্যবসা করছেন। তবে রাজনৈতিক পরিচয়ে প্রভাবশালী সিন্ডিকেট সড়ক ও জনপথের জায়গায় অবৈধ স্থাপনা নির্মাণ করে চলছে ভাড়ার ব্যবসা।

            মাঝেমধ্যে উচ্ছেদ অভিযান চালানো হলেও অজ্ঞাত কারণে অভিযান স্থগিত রাখা হয়। উচ্ছেদের পর ফের দখলদাররা জায়গা দখল করে স্থাপনা গড়ে তোলে।

            সর্বশেষ গত ৩০শে জুলাই গড়ে ঊটা ওইসব স্থাপনায় উচ্ছেদ অভিযান চালানোর তারিখ নির্ধারিত ছিল। কিন্তু অভিযোগ উঠেছে, রাজনৈতিক প্রভাব খাটিয়ে এবং মোটা অঙ্কের টাকা লেনদেনের মাধ্যমে অভিযানে বাধা দেয়া হয়।

            এ ব্যাপারে কুমিল্লা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা বলেন, সড়ক ও জনপথের জায়গা দখল করে যে বাজার কিংবা দোকান গড়ে তোলা হয়েছে, অচিরেই অভিযান পরিচালনা করে তা উচ্ছেদ করা হবে।

Share This