শুক্রবার, ১০ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

বিএনপির কর্মসূচিতে সরকার পথ-ঘাট বন্ধ করবে কিনা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চেয়েছে পিটার হাস

বিএনপির কর্মসূচিতে সরকার পথ-ঘাট বন্ধ করবে কিনা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে  জানতে চেয়েছে পিটার হাস
৫২৯ Views

আগামী ২৮ অক্টোবর বিএনপির কর্মসূচিতে সরকার পথ-ঘাট বন্ধ করবে কিনা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চেয়েছে মার্কিন রাষ্ট্রদূত  পিটার হাস ।  স্বরাষ্ট্রমন্ত্রীর জানিয়েছেন, আমাদের এ ধরনের

পরিকল্পনা নেই বলে জানিয়েছি। তবে তারা (বিএনপি) যদি শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করে তাহলে আমাদের কিছু বলার নেই।

রোববার (২২ অক্টোবর) মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাসের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সমাবেশে যেন কোনো সহিংসতা না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। সাধারণ মানুষ যেন কোনো হয়রানির শিকার না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। ঢাকার বাইরে থেকে ২৮ তারিখ যদি দশ লাখ লোক আসে তাহলে কতটা যানজট হবে বুঝতেই পারছেন। তবে পুলিশ ধৈর্যের সঙ্গে সব পরিস্থিতি মোকাবিলা করবে।

তিনি বলেন, পিটার ডি হাস রোহিঙ্গা ইস্যুতেও কথা বলেছেন। রোহিঙ্গাদের অন্য দেশে নিয়ে যাওয়া যায় কিনা সে বিষয়েও কথা বলেছেন। আমরাও বিষয়টি সমর্থন করেছি।

Share This