জানুয়ারির মধ্যে সব শিক্ষার্থীর হাতে নতুন বই পৌঁছাবে: অর্থ উপদেষ্টা


২৫ Views
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, আগামী বছরের জানুয়ারির মধ্যেই দেশের সব স্কুলে পাঠ্যপুস্তক বিতরণ সম্পন্ন করা হবে।
রোববার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের ক্রয় সংক্রান্ত কমিটি ও অর্থনৈতিক বিষয়ক কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
ড. সালেহউদ্দিন বলেন, কিছু শ্রেণির বই মুদ্রণের অর্ডার ইতোমধ্যে দেওয়া হয়েছে। বর্তমানে প্রাপ্য প্রতিষ্ঠানগুলোর তালিকা যাচাই করা হচ্ছে, যাতে কোনো স্কুল একাধিকবার বরাদ্দ না পায় বা অতীতে অনিয়মে জড়িত কেউ বইয়ের বরাদ্দ না নেয়।
তিনি আরও বলেন, “আমাদের লক্ষ্য হলো নির্ধারিত সময়সূচি অনুযায়ী বই বিতরণ করা। আগামী দুই সপ্তাহের মধ্যে তালিকা চূড়ান্ত করা হবে এবং ১ জানুয়ারির মধ্যেই শিক্ষার্থীদের হাতে বই পৌঁছাবে।”