বৃহস্পতিবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ক্লাব দে মাদ্রিদের আমন্ত্রণ পেলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস

ক্লাব দে মাদ্রিদের আমন্ত্রণ পেলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস
Views

ক্লাব দে মাদ্রিদের প্রেসিডেন্ট ও স্লোভেনিয়ার সাবেক প্রেসিডেন্ট দানিলো তুর্ক বুধবার নিউইয়র্কে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুসের সঙ্গে এক বৈঠক করেন। বৈঠকে তিনি অধ্যাপক ইউনুসকে সংগঠনের সদস্য হওয়ার জন্য আমন্ত্রণ জানান।

দানিলো তুর্ক মাইক্রোক্রেডিট খাতে অধ্যাপক ইউনুসের বৈপ্লবিক কাজের প্রশংসা করে বলেন, এর প্রভাব বিশ্বব্যাপী বিস্তৃত। তিনি বলেন, “আমরা আপনাকে আমাদের কার্যক্রমে অংশ নিতে সম্মানিত বোধ করব। বাংলাদেশে চলমান গণতান্ত্রিক রূপান্তর বিষয়ে আপনার অভিজ্ঞতা আমাদের জন্য মূল্যবান।”

বাংলাদেশে সাম্প্রতিক জুলাই আন্দোলনের প্রসঙ্গ টেনে তুর্ক বলেন, এ আন্দোলন বিশ্বকে বিস্মিত করেছে। এ ধরনের রূপান্তর সম্পর্কে বৈশ্বিক নেতৃত্বের বোঝা জরুরি। তিনি অধ্যাপক ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক চর্চার প্রচেষ্টারও প্রশংসা করেন।

আমন্ত্রণ গ্রহণ করে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুস বলেন, “আমরা এখনো গণতান্ত্রিক রূপান্তরের পথে জঙ্গলের ভেতর দিয়ে হাঁটছি। কীভাবে দেশকে এই পথে এগিয়ে নেওয়া যায়, তা নিরন্তর খুঁজে যাচ্ছি।”

ক্লাব দে মাদ্রিদ বিশ্বে সর্ববৃহৎ ফোরাম, যেখানে গণতান্ত্রিক প্রাক্তন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীগণ তাদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বিশ্বজুড়ে অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্র শক্তিশালী করতে কাজ করেন।

বৈঠকে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG) সমন্বয়ক লামিয়া মোরশেদও উপস্থিত ছিলেন।

Share This

COMMENTS