কুমিল্লায় দুর্গাপূজা নির্বিঘেœ উদযাপনে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা


ষ্টাফ রিপোর্টার\ কুমিল্লার ১৭টি উপজেলার ৮১৮টি পূজা মন্ডপে এবার দুর্গাপূজা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার নজির আহমেদ খান। পুলিশ লাইন মিলনায়তনে এক সংবাদ সম্মেলন তিনি এ কথা জানান।
পুলিশ সুপার জানান, দুর্গোৎসব উপলক্ষে কয়েক স্তরের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। জেলা পুলিশ ৩টি অংশে কাজ করবে। পূজার প্রস্তুতিকালীন, পূজা চলাকালীন ও বিসর্জনের সময়। সর্বদা ৯৫০ জন পুলিশ সদস্য ছোট ছোট টিম করে সার্বক্ষণিক নিরাপত্তায় নিয়োজিত থাকবে। গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ মন্ডপে ফিক্সড পুলিশ স্ট্যান্ড থাকবে। এছাড়াও ডিবির কুইক রেসপন্স টিম থাকবে। সার্বক্ষণিক গোয়েন্দা টিম কাজ করবে। সোশাল মিডিয়া মনিটরের জন্য বিশেষ টিম থাকবে, যাতে কেউ গুজব ও অপপ্রচার ছড়াতে না পারে। প্রত্যন্ত এলাকায় মন্ডপে পৌঁছতে নৌ-যোগে পুলিশের টিম কাজ করবে। পূজা মন্ডপের আশেপাশে কোনোপ্রকার মেলা না বসানোর জন্য বলা হয়েছে।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল ইসলাম ও পঙ্কজ বড়–য়াসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।