বৃহস্পতিবার, ৯ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী সাবেক স্ন্যাপচ্যাট নির্বাহী ইমরান খান

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী সাবেক স্ন্যাপচ্যাট নির্বাহী ইমরান খান
৯৬ Views

বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন প্রযুক্তি খাতে খ্যাতনামা বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন বিনিয়োগকারী ও সাবেক স্ন্যাপচ্যাট চিফ স্ট্র্যাটেজি অফিসার (সিএসও) ইমরান খান। এ সময় তিনি বাংলাদেশে ফিনটেক, স্বাস্থ্যসেবা ও সামাজিক ব্যবসা খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন।

ইমরান খান জানান, অধ্যাপক ইউনূসের আজীবন দারিদ্র্য দূরীকরণের প্রচেষ্টা তাকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে এবং এখনই দেশে বিনিয়োগের উপযুক্ত সময়। তিনি বলেন, “আপনার কাজের আমি একজন বড় ভক্ত। আপনি আমাদের সবার জাতীয় গর্ব।”

বাংলাদেশের তরুণ প্রজন্মের সম্ভাবনার কথা উল্লেখ করে তিনি বলেন, ফিনটেক খাত দ্রুত বাড়ছে এবং এ খাতে বিনিয়োগের অপার সম্ভাবনা রয়েছে। খান আরও বলেন, “বাংলাদেশ একটি ফ্রন্টিয়ার মার্কেট। এখানে তরুণ জনগোষ্ঠী বিশাল এবং প্রবৃদ্ধির সম্ভাবনাও বিরাট।”

অধ্যাপক ইউনূস এ সময় যুক্তরাষ্ট্রের শীর্ষ বিনিয়োগকারীদের সামাজিক ব্যবসায় অন্তত এক শতাংশ বিনিয়োগ বা যৌথভাবে সামাজিক ব্যবসা তহবিল গঠনের আহ্বান জানান। ইমরান খান প্রস্তাবটি আন্তরিকভাবে স্বাগত জানান।

উল্লেখ্য, ইমরান খান আলিবাবার ইতিহাস গড়া আইপিওতে (Initial Public Offering) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং স্ন্যাপচ্যাটকে শূন্য থেকে কয়েকশ’ কোটি ডলারের মূল্যে পৌঁছে দেন। বর্তমানে তিনি প্রোইম অ্যাসেট (Proem Asset)-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা।

শিগগিরই বাংলাদেশ সফরে আসার আগ্রহ প্রকাশ করেছেন ইমরান খান। বৈঠকে এসডিজি সমন্বয়কারী ও জ্যেষ্ঠ সচিব লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন।

Share This