বৃহস্পতিবার, ৯ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

জুলাই সংবিধান বাস্তবায়নে গণভোটের প্রস্তাব চূড়ান্ত সিদ্ধান্তের পথে: সালাহউদ্দিন

জুলাই সংবিধান বাস্তবায়নে গণভোটের প্রস্তাব চূড়ান্ত সিদ্ধান্তের পথে: সালাহউদ্দিন
৫৩ Views

জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় অংশ নেওয়া রাজনৈতিক দলগুলো জুলাই জাতীয় সংবিধান বাস্তবায়ন নিয়ে প্রায় চূড়ান্ত সিদ্ধান্তের দিকে এগোচ্ছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

আজ রোববার রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের চতুর্থ দিনের বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, “বাস্তবায়নের প্রক্রিয়া এখন চূড়ান্ত ধাপে এসেছে। আমরা মোটামুটি চূড়ান্ত সিদ্ধান্তের দিকে এগোতে পেরেছি।”

গণভোটের প্রস্তাব প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, “আমরা চাই সকল রাজনৈতিক দল মিলে সমগ্র জনগোষ্ঠীকে প্রতিনিধিত্ব করি। জনগণের কাছে যদি নেওয়া হয় যে রাজনৈতিক দলগুলো জুলাই সংবিধান স্বাক্ষর করেছে এবং তারা অঙ্গীকারবদ্ধ, তখনই জনগণের পক্ষ থেকে এই সংবিধান বাস্তবায়নের জন্য চূড়ান্ত অভিমত পাওয়া যাবে।”

তিনি আরও উল্লেখ করেন, “গণভোটের জন্য সংবিধান সংশোধনের প্রয়োজন নেই। হাইকোর্টের রায়ের মাধ্যমে আর্টিকেল ১৪২ পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। এখন সংবিধানে কোনো বাধা নেই। তাই একটি অর্ডিন্যান্স জারি করে নির্বাচন কমিশনকে একই দিনে সংসদ নির্বাচনের পাশাপাশি আলাদা ব্যালটে গণভোট পরিচালনার ক্ষমতা দেওয়া যেতে পারে।”

সালাহউদ্দিন আহমদ বলেন, “গণভোটের মাধ্যমে যে জনরায় আসবে, তা সার্বভৌম ক্ষমতার রায়। তাই সংসদ এবং সংসদ সদস্যগণ তা মানতে বাধ্য।” সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, “যদি আগামী সংসদে জুলাই সংবিধান বিরোধী এমপিরা সংখ্যাগরিষ্ঠ হন, তবুও জনরায় চূড়ান্ত। পক্ষে রায় দেওয়া হলে সংসদ সদস্যদের তা মেনে চলতেই হবে।”

বৈঠকে জুলাই সংবিধানের বিভিন্ন ধারার ওপর ‘নোট অব ডিসেন্ট’ থাকা নিয়ে প্রশ্নের উত্তরে তিনি জানান, “জুলাই সংবিধান প্রণীত ও স্বাক্ষরিত হবে, সমস্ত পার্টির ইশতেহারে প্রকাশিত হবে এবং ওয়েবসাইটে আপলোড করা হবে। জনগণ জানবে সংবিধানে কী আছে। যারা ম্যান্ডেট পাবে, তারা তাদের নোট অব ডিসেন্ট অনুসারে কাজ করতে পারবে।”

Share This