বৃহস্পতিবার, ৯ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যক্ষ ও প্রধান শিক্ষক নিয়োগ হবে এনটিআরসিএর মাধ্যমে

এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যক্ষ ও প্রধান শিক্ষক নিয়োগ হবে এনটিআরসিএর মাধ্যমে
২৭ Views

এনটিআরসিএ এর (বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ) মাধ্যমে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যক্ষ ও প্রধান শিক্ষক পদে নিয়োগ করা হবে। এ বিষয়ে উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আববার (সি আর আবরার)।

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আজ রোববার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা মাসে সরকারি অনুদান হিসেবে মূল বেতন ও কিছু ভাতা পান। বর্তমানে সহকারী শিক্ষক নিয়োগ হয় এনটিআরসিএর অধীনে অনুষ্ঠিত পরীক্ষা ও সুপারিশের মাধ্যমে। তবে অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক এবং অন্যান্য কর্মচারীর নিয়োগ পরিচালনা কমিটির মাধ্যমে হয়ে আসত। এই প্রক্রিয়ায় দীর্ঘদিন ধরেই দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ ছিল।

সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয় এই প্রথা পরিবর্তন করেছে। নতুন নিয়মে পরিচালনা পর্ষদের কোনো সদস্য এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেবেন না। বরং জেলা প্রশাসক (ডিসি)-এর নেতৃত্বে গঠিত একটি কমিটি নিয়োগের পরীক্ষা, মূল্যায়ন ও সুপারিশ কার্যক্রম পরিচালনা করবে।

এ বিষয়ে সি আর আবরার বলেন, “এনটিআরসিএর মাধ্যমে প্রধান শিক্ষক ও অধ্যক্ষ নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে শিক্ষাপ্রতিষ্ঠানে যোগ্যতার ভিত্তিতে নেতৃত্ব স্থাপন করা যায়। এছাড়া নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করার প্রক্রিয়াও বর্তমানে চলছে।”

Share This

COMMENTS