রবিবার, ১২ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

লালমাইয়ে ভুয়া ডাক্তার ও প্রতারণামূলক ওষুধ ব্যবসায়ীর বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান

লালমাইয়ে ভুয়া ডাক্তার ও প্রতারণামূলক ওষুধ  ব্যবসায়ীর বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান
১৬ Views

            খান মোহাম্মদ রুবেল হোসেন\ কুমিল্লার লালমাই উপজেলার আটিটি বাজারে ভুয়া ডাক্তার শামীম আহমেদ (সুমন) ও প্রতারণামূলক ওষুধ ব্যবসায়ীর বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। গত রোববার (৫ই অক্টোবর) সন্ধ্যায় এ অভিযানটি পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিমাদ্রী খীসা। মোবাইল কোর্টে ভুয়া ডাক্তার পদবি ব্যবহার করে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করার অপরাধে মেডিক্যাল ও ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০ অনুযায়ী শামীম আহমেদ সুমনকে ২০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এছাড়া, ভোক্তার সঙ্গে প্রতারণামূলক সেবা প্রদান করে ওষুধ ব্যবসা পরিচালনার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী অপর ব্যবসায়ীকে ১০ হাজার টাকা অর্থদন্ড করা হয়।

            অভিযানে সহযোগিতা করেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লে­ক্সের ফার্মাসিস্ট মোঃ রিয়াজুল ইসলাম এবং লালমাই থানা পুলিশের একটি টিম।

            স্থানীয় সূত্রে জানা গেছে, বাজারের অধিকাংশ ডাক্তারই কোনো স্বীকৃত ডিগ্রিধারী নন। তবুও তারা রোগী দেখছেন এবং ওষুধ প্রেসক্রাইব করছেন। এছাড়া, বাজারের বহু ফার্মেসিরই নেই বৈধ ট্রেড লাইসেন্স, ড্রাগ লাইসেন্স বা অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র। অভিযোগ রয়েছে, এসব দোকানে অতিরিক্ত দামে ওষুধ বিক্রি ও প্রয়োজনের অতিরিক্ত ওষুধ সরবরাহ করা হচ্ছে।

            একজন স্থানীয় ব্যক্তি বলেন, “যখন মোবাইল কোর্টের অভিযান শুরু হয়, তখন খবর পেয়ে আটিটি বাজারের সব ওষুধ দোকানদার তড়িঘড়ি করে দোকান বন্ধ করে পালিয়ে যায়।

Share This