রবিবার, ১২ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

চান্দিনায় অবৈধভাবে দখলে থাকা খাল এক যুগ পর উদ্ধার

চান্দিনায় অবৈধভাবে দখলে থাকা খাল এক যুগ পর উদ্ধার
১৯ Views

            নিজস্ব প্রতিনিধি\ কুমিল্লার চান্দিনা উপজেলার মহিচাইল ইউনিয়নের মহিচাইল বাজার সংলগ্ন একটি গুরুত্বপূর্ণ খাল দীর্ঘদিন ধরে ভরাট হয়ে থাকায় পানি নিস্কাশনের পথ বন্ধ হয়ে যায়। এতে এলাকাবাসী চরম জলাবদ্ধতা ও পুকুরপাড় ধ্বসের মতো সমস্যায় ভোগে। এক যুগের বেশি সময় ধরে চলা এই দুর্ভোগ লাঘবে অবশেষে কার্যকর উদ্যোগ নেয় উপজেলা প্রশাসন।

            মহিচাইল উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে সরাসরি উপজেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেয়ার পরপরই গত রোববার (৫ই অক্টোবর) সকাল থেকে খালটি উদ্ধারে অভিযান পরিচালনা করেন চান্দিনা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আল নুর। এ সময় তার নেতৃত্বে এক্সাভেটরের (ভেকু) সাহায্যে খালটি পুনঃখনন কার্যক্রম শুরু হয়।

            খননকৃত খালের দৈর্ঘ্য ১৭৮ ফুট, প্রস্থ ১৭ ফুট এবং গভীরতা অন্তত ৮ ফুট। খালটি পুনঃখননের মাধ্যমে সেটিকে পুনরায় পাশের পুকুরের সাথে যুক্ত করা হয়, ফলে প্রায় এক যুগ পর পুকুরের স্বাভাবিক পানি নিস্কাশনের পথ উন্মুক্ত হয়। এতে করে জলাবদ্ধতা ও পুকুরপাড় ভাঙনের আশঙ্কা থেকে মুক্তি মেলে স্থানীয় বাসিন্দাদের।

            অভিযানকালে উপস্থিত ছিলেন, ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা বাবুল চন্দ্র দাস, চান্দিনা থানা পুলিশ সদস্য এবং আনসার বাহিনীর সদস্যরা।

            স্থানীয়দের মতে, দীর্ঘদিন পর এমন একটি উদ্যোগ তাদের স্বস্তির নিঃশ্বাস ফেলার সুযোগ করে দিয়েছে। তারা প্রশাসনের এই কার্যক্রমকে ধন্যবাদ জানিয়েছেন এবং খাল ও জলাশয়ের দখল-দূষণ রোধে স্থায়ী নজরদারির দাবি জানিয়েছেন।

            চান্দিনা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আল নুর জানান, উপজেলার মহিচাইল বাজার সংলগ্ন একটি খাল দীর্ঘদিন ধরে ভরাট করে সেখানে স-মিলসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলা হয়। এর ফলে এলাকার প্রাকৃতিক পানি নিস্কাশনের পথ বন্ধ হয়ে যায় এবং জনসাধারণের চরম দুর্ভোগ সৃষ্টি হয়। বিষয়টি আমাদের নজরে আসার পর মহিচাইল উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পাওয়া যায়। অভিযোগের ভিত্তিতে আমরা খালটি উদ্ধারে অভিযান শুরু করি। জনস্বার্থে এ ধরনের অবৈধ দখল ও নির্মাণের বিরুদ্ধে প্রশাসনের অভিযান চলমান থাকবে।

Share This