রবিবার, ১২ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

কুমিল্লায় ১২ লাখ ৬৮ হাজার শিশু-কিশোরকে টাইফয়েড টিকা প্রদান সংক্রান্তে সিভিল সার্জনের সাংবাদিক সম্মেলন

কুমিল্লায় ১২ লাখ ৬৮ হাজার শিশু-কিশোরকে টাইফয়েড  টিকা প্রদান সংক্রান্তে সিভিল সার্জনের সাংবাদিক সম্মেলন
২৮ Views

            ষ্টাফ রিপোর্টার\ কুমিল্লায় ১২ লাখ ৬৮ হাজার ১৯ জনকে টাইফয়েড টিকা প্রদান করা হবে। গত রোববার কুমিল্লা সিভিল সার্জন সম্মেলন কক্ষে জেলা পর্যায়ে টাইফয়েড টিকা বিষয়ক ক্যাস্পেইন নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এ তথ্য জানানো হয়।

            সিভিল সার্জন ডাঃ আলী নুর মোহাম্মদ বশির আহমেদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, বিশ্ব সাস্থ্য সংস্থার প্রতিনিধি সার্ভিলেন্স এন্ড ইমুনাইজেশন মেডিকেল অফিসার ডাঃ সুবল চন্দ্র সাহা। মেডিকেল অফিসার ডাঃ ফারিয়া জাহানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, ডেপুটি সিভিল সার্জন রেজা মোহাম্মদ সারোয়ার আকবর। উপস্থিত ছিলেন, সদর উপজেলা মেডিকেল অফিসার ডাঃ জাকারিয়া মাহমুদ।

            মতবিনিময় সভায় বক্তারা বলেন, সুস্থ, সবল, কর্মক্ষম জনগোষ্ঠী তৈরির জন্য টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করতে হবে। একটি সুন্দর জাতি গঠনের লক্ষ্যে সরকার বিনামূল্যে এই ভ্যাকসিনগুলো দিচ্ছে। ভ্যাকসিন নিয়ে গুজব প্রতিরোধ করে তালিকাভুক্ত সকল শিশুকে টিকা ক্যাম্পে আনতে হবে। এজন্য সাংবাদিকরা অগ্রণী ভূমিকা পালন করতে পারেন। সকলের সহযোগিতায় এই বিশাল কর্মযজ্ঞ সফল করতে হবে।

            এসময় তারা টাইফয়েড রোগের ভয়াবহতা তুলে ধরে বলেন, দূষিত খাবার ও পানির মাধ্যমে টাইফয়েড রোগের জীবাণু দ্রæত ছড়ায় এবং সময়মতো সঠিক রোগ নির্ণয় ও চিকিৎসা না হলে এটি প্রাণঘাতী হতে পারে। এই রোগ প্রতিরোধে টিকা গ্রহণ অত্যন্ত জরুরি। বক্তারা টিকা সম্পর্কে সঠিক তথ্য শিক্ষার্থীসহ সমাজের সকল স্তরের মানুষের কাছে পৌঁছে দিতে গণমাধ্যমকর্মীদের কার্যকর ভূমিকা ও সহযোগিতা কামনা করেন।

            সিভিল সার্জন ডাঃ আলী নুর বশির বলেন, এই রোগে বিশ্বে ১ লাখ ১০ হাজারের মধ্যে ১০ হাজার বাংলাদেশে মারা গেছে। এটা অত্যন্ত চিন্তার বিষয়। জেলায় টার্গেট মোট ৯৫ শতাংশ টাইফয়েড ভ্যাক্সিনের আওতায় নিয়ে আসা হবে।  কুমিল্লায় ইতিমধ্যে ইতিমধ্যে ১২ লাখের মতো রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে। রেজিষ্ট্রেশন এখনো চলমান আছে। আগামী ১২ই অক্টোবর থেকে শুরু হওয়া টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনে কুমিল্লায় ৯ মাস থেকে ১৫ বছর বয়সী ১২ লাখ ৬৮ হাজার শিশুকে বিনামূল্যে এক ডোজ টাইফয়েড টিকা প্রদান করা হবে। মোট ১৮ কর্ম দিবসের এই ক্যাম্পেইন চলবে আগামী ১৩ই নভেম্বর পর্যন্ত।

Share This