বৃহস্পতিবার, ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনে সরকারের পূর্ণ প্রস্তুতি: স্বরাষ্ট্র উপদেষ্টা

ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনে সরকারের পূর্ণ প্রস্তুতি: স্বরাষ্ট্র উপদেষ্টা
১২৫ Views

আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের পূর্ণ প্রস্তুতি রয়েছে বলে পুনরায় জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা বিষয়ক কোর কমিটির সভা শেষে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি বলেন,

“আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে আমাদের কোনো সমস্যা হবে না। সরকারের সার্বিক প্রস্তুতি রয়েছে।”

তিনি নির্বাচনের সফল আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন এবং বিশেষভাবে গণমাধ্যমের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে বডিওর্ন ক্যামেরা কেনা হবে, যার জন্য সরকার ৪০০ কোটি টাকা বরাদ্দ করেছে

তিনি আরও বলেন, বিগত তিনটি জাতীয় নির্বাচনে দায়িত্ব পালনকারীদের এবার দায়িত্ব থেকে বিরত রাখা হবে, যাতে করে নিরপেক্ষতা নিশ্চিত হয়। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে।

সম্প্রতি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজসহ কয়েকটি বড় অগ্নিকাণ্ডে নাশকতার সন্দেহ রয়েছে কিনা—এমন প্রশ্নে তিনি জানান, বিষয়টি তদন্তে একাধিক কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পরই আগুন লাগার প্রকৃত কারণ জানা যাবে।

এছাড়া তিনি জানান, আগামী ডিসেম্বরের মধ্যে বিদেশে অবস্থিত সব বাংলাদেশি মিশনে ই-পাসপোর্ট সেবা চালু করা হবে

প্রবাসীদের জন্য পাসপোর্ট ফি কমানো এবং বিমান ও বিমানবন্দরে সেবার মান উন্নয়নে সরকার সক্রিয়ভাবে কাজ করছে বলেও স্বরাষ্ট্র উপদেষ্টা উল্লেখ করেন।

Share This