মঙ্গলবার, ৪ঠা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

জুলাই সনদের বাস্তবায়ন নতুন বাংলাদেশের পথ দেখাবে : প্রধান উপদেষ্টা

জুলাই সনদের বাস্তবায়ন নতুন বাংলাদেশের পথ দেখাবে : প্রধান উপদেষ্টা
৫১ Views

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, জুলাই জাতীয় সনদ সঠিকভাবে বাস্তবায়ন করা হলে তা জাতিকে অতীতের বোঝা থেকে মুক্তি দেবে এবং নতুন বাংলাদেশের পথ উন্মোচন করবে।

মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত একটি অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা এই মন্তব্য করেন, যেখানে জাতীয় সনদ বাস্তবায়নের সুপারিশপত্র তিনি গ্রহণ করেন। জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি প্রফেসর আলী রিয়াজের নেতৃত্বে কমিশনের সদস্যরা সুপারিশপত্রটি প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করেন।

প্রফেসর ইউনূস বলেন, “কমিশন আজ যে কাঠামোটি আমাদের হাতে তুলে দিচ্ছে, যদি আমরা তা সঠিকভাবে বাস্তবায়ন করতে সক্ষম হই, তাহলে বাংলাদেশ অতীতের বোঝা থেকে মুক্তি পাবে। আমরা চাই নতুনভাবে দেশের সঙ্গে নিজেদের সংযুক্ত করতে—এই সনদ সেই পথ দেখাবে।”

তিনি আরও বলেন, “জাতির ইতিহাসে আজকের দিনটি বিশেষ তাৎপর্যপূর্ণ। যে অভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের যাত্রা শুরু হয়েছিল, তার পরবর্তী গুরুত্বপূর্ণ ধাপ ছিল জুলাই ঘোষণা এবং তারপর জুলাই সনদ। আজ তার বাস্তবায়নের সূচনা—এটাই আমাদের নতুন অধ্যায়ের শুরু।”

প্রধান উপদেষ্টা বলেন, কমিশনের পক্ষ থেকে সরকারের কাছে যে প্রস্তাব পেশ করা হচ্ছে, তা দেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তিনি জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ও সহসভাপতি প্রফেসর আলী রিয়াজকে ধন্যবাদ জানান, বলেই বলেন, “তাদের দীর্ঘ ও নিরলস পরিশ্রমের কারণে আজ আমরা এই ঐতিহাসিক দিনটির সাক্ষী হতে পেরেছি। আজ আমরা সনদ বাস্তবায়ন প্রক্রিয়া জানব এবং তা নিয়ে আলোচনা করব।”

অনুষ্ঠানে জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য এবং অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টাও উপস্থিত ছিলেন।

Share This