রবিবার, ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

লাকসামে যৌথ বাহিনীর হাতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

লাকসামে যৌথ বাহিনীর হাতে  মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
৫৩ Views

            মোহাম্মদ আবদুর রহিম\ মাদকবিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে কুমিল্লার লাকসামে সেনাবাহিনী ও প্রশাসনের যৌথ অভিযানে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৬ মাসের কারাদন্ড এবং অর্থদন্ড দেয়া হয়।

            গত রোববার (২রা অক্টোবর) বিকেলে স্থানীয় সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে লাকসাম সেনা ক্যাম্প থেকে একটি যৌথ অভিযান শুরু করা হয়। অভিযানের লক্ষ্য ছিল লাকসাম পৌরসভার গুন্তি দক্ষিণ পাড়ার ইসমাইল হোসেনের ছেলে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ইয়াসিন মিয়া (২৫)। অভিযান চলাকালে ইয়াসিনকে গ্রেপ্তার করা হয় এবং তার কাছ থেকে অবৈধ মাদকদ্রব্যসহ একটি রেডমি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

            গ্রেপ্তারের পরপরই লাকসামের নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কর্তৃক ঘটনাস্থলেই একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ইয়াসিন মিয়াকে ছয় (৬) মাসের বিনাশ্রম কারাদন্ড এবং ১০০ (একশত) টাকা জরিমানা করেন।

            যৌথ অভিযানে ইয়াসিন মিয়ার কাছ থেকে মোট ১৫০ গ্রাম গাঁজা এবং তার ব্যবহৃত একটি রেডমি মোবাইল ফোন জব্দ করা হয়।

            স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এলাকার মাদকমুক্ত রাখতে এ ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে।

Share This

COMMENTS