বুধবার, ৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ফেব্রæয়ারিতেই অমর একুশে বইমেলা

ফেব্রæয়ারিতেই অমর  একুশে বইমেলা
Views

            ষ্টাফ রিপোর্টার\ জাতীয় সংসদ নির্বাচনের পর ফেব্রæয়ারি মাসেই ২০২৬ সালের অমর একুশে বইমেলা করার সিদ্ধান্ত হয়েছে। নির্বাচনের তারিখ চূড়ান্ত হলেই বইমেলার তারিখ ঘোষণা করা হবে বলে বাংলা একাডেমির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

            বিজ্ঞপ্তিতে বলা হয়, গত রোববার বিকেলে একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজমের সঙ্গে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নেতাদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। বৈঠকে অমর একুশে বইমেলা ২০২৬-এর সময় নির্ধারণের বিষয়ে সমিতির প্রস্তাব নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

            বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বৈঠকে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি কয়েকটি সম্ভাব্য সময়ের কথা জানায়। রাষ্ট্রের নিরাপত্তাবিষয়ক সংস্থার পরামর্শও পর্যালোচনা করা হয়। বৈঠকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের পরপর ফেব্রæয়ারি মাসেই মেলা আয়োজনের প্রস্তাব সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাস্তবসম্মত বলে গৃহীত হয়। সভায় সিদ্ধান্ত হয়, নির্বাচনের তারিখ নির্দিষ্ট হওয়ার পরই মেলার তারিখ ঘোষণা করা হবে।

            এর আগে ২০২৬ সালের অমর একুশে বইমেলা চলতি বছরের ১৭ই ডিসেম্বর শুরু হয়ে ২০২৬ সালের ১৭ই জানুয়ারি পর্যন্ত আয়োজনের সময় ঘোষণা করা হয়েছিল। পরে ২১শে সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় অমর একুশে বইমেলা আসন্ন জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী সময়ে আয়োজনের ব্যবস্থা গ্রহণ করতে হবে বলে সিদ্ধান্ত নেয়। সে অনুযায়ী ডিসেম্বরে বইমেলা স্থগিত করা হয়। এরপর মহান রাষ্ট্রভাষা আন্দোলনের স্মৃতিময় ফেব্রæয়ারি মাসেই বইমেলা আয়োজনের দাবি জানিয়ে আসছিলেন লেখক, কবি, প্রকাশক ও সাংস্কৃতিক কর্মীরা।

Share This

COMMENTS