তৃতীয়বারের মতো জামায়াতে ইসলামীর আমির নির্বাচিত হলেন ডা. শফিকুর রহমান


ষ্টাফ রিপোর্টার\ বাংলাদেশ জামায়াতে ইসলামীর অভ্যন্তরীণ নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা প্রধান নির্বাচন কমিশনার সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম ১লা নভেম্বর (শনিবার) রাতে আনুষ্ঠানিকভাবে আমির নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে ডা. শফিকুর রহমান পুনরায় ‘আমির’ নির্বাচিত হয়েছেন। তাকে ২০২৬-২০২৮ কার্যকালের জন্য নতুন আমির হিসেবে ঘোষণা করা হয়েছে। গত রোববার (২রা নভেম্বর) দলটির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এর আগে ৯ই অক্টোবর থেকে ২৫শে অক্টোবর পর্যন্ত সারাদেশের সদস্যদের নিকট থেকে গোপন ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ সম্পন্ন হয়। ভোটগ্রহণের পর দায়িত্বপ্রাপ্ত টিম ভোট গণনা শেষ করে এবং প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে ডা. শফিকুর রহমান সর্বোচ্চ ভোট পেয়ে জামায়াতে ইসলামীর আমির নির্বাচিত হন।
উল্লেখ্য, ব্রিটিশ উপনিবেশকালে ভারতের লাহোরে মাওলানা মওদূদীর হাত ধরে প্রতিষ্ঠিত হয় জামায়তে ইসলামী। প্রতিষ্ঠার পর থেকে পূর্ব পাকিস্তান ও বর্তমান বাংলাদেশে মোট ৬ জন নেতা আমির নির্বাচিত হয়েছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন: মাওলানা আবদুর রহিম, অধ্যাপক গোলাম আযম, আব্বাস আলী খান (ভারপ্রাপ্ত), মতিউর রহমান নিজামী, মকবুল আহমদ ও বর্তমানে ডা. শফিকুর রহমান।
ডা. শফিকুর রহমান টানা দুইবারের পর এবার তৃতীয় মেয়াদে সর্বোচ্চ এই পদে নির্বাচিত হয়েছেন।
জামায়াতের গঠনতন্ত্র অনুযায়ী, জাতীয় কাউন্সিলের সদস্যদের সরাসরি গোপন ভোটে ৩ বছরের জন্য আমির নির্বাচিত হন। নির্বাচিত হওয়ার পর নতুন আমির কেন্দ্রীয় মজলিসে শূরা, কেন্দ্রীয় কর্মপরিষদ ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যদের উপস্থিতিতে প্রধান নির্বাচন কমিশনারের নিকট শপথ গ্রহণ করেন।
