বুধবার, ৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সংসদ নির্বাচনের সংবাদ প্রচারে নিরপেক্ষতা বজায় রাখার আহŸান তথ্য মন্ত্রনালয়ের

সংসদ নির্বাচনের সংবাদ প্রচারে নিরপেক্ষতা  বজায় রাখার আহŸান তথ্য মন্ত্রনালয়ের
Views

            ষ্টাফ রিপোর্টার\ আসন্ন ১৩তম জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সংবাদ প্রচারে নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতা বজায় রাখার আহŸান জানিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

            গত সোমবার (৩রা নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহŸান জানানো হয়। গত ৭ই সেপ্টেম্বর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলমের সভাপতিত্বে মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠক থেকে এ আহŸান জানানো হয়। বৈঠকে দেশের শীর্ষস্থানীয় সম্পাদক, প্রকাশক ও সাংবাদিকরা অংশ নেন। তারা নির্বাচন-পূর্ব, নির্বাচনকালীন এবং নির্বাচন-পরবর্তী সময়ে গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা করেন।

            বৈঠকে অংশগ্রহণকারীরা দায়িত্বশীল সাংবাদিকতার গুরুত্বের ওপর জোর দিয়ে বলেন, গণমাধ্যমের ন্যায়সংগত ও ইতিবাচক ভূমিকা আসন্ন জাতীয় নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক ও উৎসবমুখর করতে সহায়ক হবে।

            বৈঠকে নেয়া সিদ্ধান্তগুলোর অংশ হিসেবে গণমাধ্যমগুলোকে নির্বাচনকালীন স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা বৃদ্ধির লক্ষ্যে সচেতনতামূলক প্রচারণায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়কে সহযোগিতা করার আহŸান জানানো হয়। সাংবাদিক ও গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোকে নির্বাচনের প্রতিটি পর্যায়ে ভ্রান্ত তথ্য, অপতথ্য ও গুজব প্রতিরোধে যথাযথ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহŸান জানানো হয়।

            বৈঠকে সিদ্ধান্ত হয়, সংবাদ প্রকাশ বা সম্প্রচারের আগে তথ্য যাচাইয়ের জন্য গণমাধ্যমগুলোকে ক্ষুদ্র পরিসরে নিজস্ব ‘ফ্যাক্ট-চেকিং’ ব্যবস্থা গড়ে তুলতে হবে। সংবাদ পরিবেশনে ভারসাম্য, তথ্যভিত্তিকতা ও নিরপেক্ষতা বজায় রেখে সব দল ও বিষয় নিয়ে সমান দৃষ্টিভঙ্গি উপস্থাপনের মাধ্যমে গণমাধ্যমকে জনগণের আস্থা শক্তিশালী করতে হবে।

            বৈঠক শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সিদ্ধান্ত বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়, যাতে নির্বাচনকালীন সময়ে একটি বিশ্বাসযোগ্য ও দায়িত্বশীল গণমাধ্যম পরিবেশ নিশ্চিত করা যায়।

Share This

COMMENTS