বৃহস্পতিবার, ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

২০২৬ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ: সাধারণ ও নির্বাহী আদেশে মোট ২৮ দিন ছুটি

২০২৬ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ: সাধারণ ও নির্বাহী আদেশে মোট ২৮ দিন ছুটি
১,৮৩৩ Views

আগামী ২০২৬ সালের সরকারি ছুটির প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। গতকাল রোববার (৯ নভেম্বর) প্রকাশিত এ প্রজ্ঞাপনে বলা হয়েছে, নতুন বছরে সাধারণ ছুটি থাকবে ১৪ দিন এবং নির্বাহী আদেশে ছুটি থাকবে আরও ১৪ দিন—সব মিলিয়ে মোট ২৮ দিন সরকারি ছুটি থাকবে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ২০২৬ সালে মুসলিম ধর্মাবলম্বীরা ঐচ্ছিকভাবে ৫ দিন, হিন্দু ধর্মাবলম্বীরা ৯ দিন, খ্রিষ্টান ধর্মাবলম্বীরা ৮ দিন, বৌদ্ধ ধর্মাবলম্বীরা ৭ দিন এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর কর্মচারীরা ২ দিন পর্যন্ত ঐচ্ছিক ছুটি নিতে পারবেন। একজন কর্মচারী তার নিজ ধর্ম অনুযায়ী সর্বোচ্চ তিন দিনের ঐচ্ছিক ছুটি নিতে পারবেন, তবে এজন্য বছরের শুরুতেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পূর্বানুমোদন নিতে হবে।

এছাড়া সাধারণ ছুটি, নির্বাহী আদেশে ছুটি ও সাপ্তাহিক ছুটির সঙ্গে ঐচ্ছিক ছুটি যুক্ত করার সুযোগও রাখা হয়েছে। তবে যেসব অফিস বা প্রতিষ্ঠান বিশেষ আইনের আওতায় পরিচালিত হয় বা জরুরি সেবার অন্তর্ভুক্ত, তারা নিজস্ব আইন-কানুন অনুযায়ী জনস্বার্থ বিবেচনা করে ছুটি নির্ধারণ করবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, ২০২৬ সালের এই ছুটির তালিকা দেশের সব সরকারি ও আধা–সরকারি অফিস, সংবিধিবদ্ধ, স্বায়ত্তশাসিত ও আধা–স্বায়ত্তশাসিত সংস্থাগুলোর জন্য প্রযোজ্য হবে।

এর আগে গত বৃহস্পতিবার (৬ নভেম্বর) অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ ২০২৬ সালের সরকারি ছুটির তালিকার অনুমোদন দেয়। ঘোষিত ছুটির ২৮ দিনের মধ্যে ৯ দিন পড়েছে সাপ্তাহিক ছুটির দিন—শুক্র ও শনিবারে।

Share This