বৃহস্পতিবার, ১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

লালমাইয়ে নারী উদ্যোক্তাদের মাঝে সনদ ও উপহার বিতরন

লালমাইয়ে নারী উদ্যোক্তাদের মাঝে সনদ ও উপহার বিতরন
Views

            প্রদীপ মজুমদার\ কুমিল্লার লালমাই উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের আওতায় উপজেলা পরিষদ উন্নয়ন তহবিল হতে নারী উদ্যোক্তা তৈরিতে ‘বেকিং অ্যান্ড কুকিং’ ও ‘ড্রেস মেকিং অ্যান্ড টেইলারিং’ বিষয়ক ১০ দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে ২০ জন প্রশিক্ষণার্থীর মধ্যে সনদপত্র, বিনামূল্যে সেলাই মেশিন ও মাইক্রোওভেন বিতরণ করা হয়েছে।

            গত ৪ঠা নভেম্বর উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত উদ্যোক্তা তৈরির প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হিমাদ্রী খীসা।

            এ সময় উপস্থিত ছিলেন, বাগমারা উত্তর ইউনিয়নের চেয়ারম্যান মো. আবুল কাশেম, বাগমারা দক্ষিণ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. লোকমান হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. রফিকুল ইসলাম।

            প্রশিক্ষক হিসেবে ছিলেন, নারী উদ্যোক্তা ও বেকিং অ্যান্ড কুকিং বিশেষজ্ঞ সালমা ইসলাম নুপুর এবং ড্রেস মেকিং অ্যান্ড টেইলারিং বিশেষজ্ঞ নাজমা আক্তার হ্যাপি।

            গত ২২শে অক্টোবর ১০ দিনব্যাপী এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন কুমিল্লা জেলা প্রশাসক মো. আমিরুল কায়ছার। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার উপপরিচালক মো. মেহেদী মাহমুদ আকন্দ।

            উপজেলা নির্বাহী কর্মকর্তা হিমাদ্রী খীসা বলেন, ‘উদ্যোক্তা হতে হলে প্রথমেই দক্ষতা অর্জন করতে হবে। যে কোনো ব্যবসা সফল করতে হলে প্রাথমিকভাবে পরিকল্পনা, প্রশিক্ষণ ও বাস্তব অভিজ্ঞতার বিকল্প নেই। দক্ষ উদ্যোক্তারা দেশের অর্থনীতিকে গতিশীল করে, কর্মসংস্থান সৃষ্টি করে এবং সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমাদের এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হচ্ছে প্রত্যেককে একজন দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা।’

Share This

COMMENTS