বৃহস্পতিবার, ১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

কুমিল্লা জেলায় অক্টোবর মাসে নারী ও শিশু নির্যাতন মামলা বেড়েছে দ্বিগুন

কুমিল্লা জেলায় অক্টোবর মাসে নারী ও  শিশু নির্যাতন মামলা বেড়েছে দ্বিগুন
২১ Views

            ষ্টাফ রিপোর্টার\ কুমিল্লা জেলা আইনশৃঙ্খলা কমিটির সভার কার্যপত্র বিবরণী থেকে জানা গেছে যে, গত সেপ্টেম্বর মাসে জেলায় মোট ৪৭৯টি মামলা হলেও অক্টোবর মাসে তা বেড়ে দাঁড়িয়েছে ৪৮১টিতে। খুনের মামলার সংখ্যাও বেড়েছে। সেপ্টেম্বরে ১০টি হলেও অক্টোবরে হয়েছে ১১টি। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো নারী ও শিশু নির্যাতনের ঘটনা। সেপ্টেম্বরে ২৫টি মামলার বিপরীতে অক্টোবরে তা প্রায় দ্বিগুণ হয়ে দাঁড়িয়েছে ৪৭টিতে।

            জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আমিরুল কায়সার।

            জানা গেছে, অক্টোবর মাসে চুরির ঘটনাও বেড়েছে। সেপ্টেম্বর মাসে ৩৩টি চুরির মামলা হলেও অক্টোবরে তা বেড়ে দাঁড়িয়েছে ৪১টি। একইভাবে অস্ত্র উদ্ধারের মামলা সেপ্টেম্বরের ৫টি থেকে বেড়ে অক্টোবর মাসে হয়েছে ৮টি। চোরাচালান সংক্রান্ত মামলাও বৃদ্ধি পেয়েছে। সেপ্টেম্বরে ছিল ৪টি, অক্টোবরে তা দাঁড়িয়েছে ৭টিতে।

অপমৃত্যুর ঘটনাও কমেনি। সেপ্টেম্বরে ৫৫টি অপমৃত্যুর ঘটনা রেকর্ড হলেও অক্টোবরে তা বেড়ে হয়েছে ৬২টি। তবে তুলনামূলকভাবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সংক্রান্ত মামলায় সামান্য হ্রাস হয়েছে। সেপ্টেম্বরে ১৯৭টি মামলা থাকলেও অক্টোবরে তা কমে দাঁড়িয়েছে ১৮২টিতে।

            অন্যদিকে ডাকাতি, দস্যুতা, চাঁদাবাজি, ছিনতাই ও আহতের মামলার সংখ্যা আগের মাসের তুলনায় স্থিতিশীল রয়েছে বলে সভায় জানানো হয়।

            এসময় আইন-শৃঙ্খলা কমিটির সভায় জেলার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরা হয়। কুমিল্লা নগরীসহ বিভিন্ন উপজেলায় অবৈধ ১৫১টি ডায়গনষ্টিক সেন্টারের কথা উঠে আসে। জেলা প্রশাসক সেগুলো বন্ধের নির্দেশ দেন পরিবেশ অধিদপ্তর ও সিভিল সার্জন কর্তৃপক্ষকে। এছাড়াও, উঠে আসে যানজট, চুরি, ছিনতাইয়ের কথাও।

            সভায় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার নাজির আহমেদ খান, ডেপুটি সিভিল সার্জন রেজা মো. সরওয়ার আকবরসহ ১৭ উপজেলা ইউএনওসহ প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও প্রতিনিধিরা।

            এসময় আরো উপস্থিত ছিলেন, বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, জেলা পিপি এডভোকেট কাইমুল হক রিংকু, পরিবহন মালিক সমিতির সভাপতি জামিল আহমেদ খন্দকার, সাংবাদিক শাহাজাদা এমরানসহ আরো অনেকে।

            সভায় জেলা প্রশাসক সাম্প্রতিক অপরাধ প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে সংশ্লিষ্ট বিভাগগুলোকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন।

Share This