বৃহস্পতিবার, ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

কড়াইল অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সর্বাত্মক সহায়তার আশ্বাস প্রধান উপদেষ্টার

কড়াইল অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সর্বাত্মক সহায়তার আশ্বাস প্রধান উপদেষ্টার
২১৭ Views

রাজধানীর কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে বিপুল সংখ্যক ঘরবাড়ি পুড়ে যাওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, অসংখ্য পরিবারের নিঃস্ব হয়ে পড়া “সবার জন্যই বেদনাদায়ক”।

এক বিবৃতিতে প্রধান উপদেষ্টা আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন এবং ক্ষতিগ্রস্ত সকল পরিবারকে গভীর সমবেদনা জানান।

তিনি বলেন, “কড়াইল বস্তির অগ্নিকাণ্ডে যারা গৃহহীন হয়েছেন, তাদের দুঃখ-কষ্ট আমাদের সবার মনকেই স্পর্শ করেছে। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকার প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেবে।”

প্রধান উপদেষ্টা আরও জানান, ত্রাণ ও উদ্ধার কার্যক্রম দ্রুততর করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে অগ্নিকাণ্ডের কারণ নির্ধারণ ও ভবিষ্যতে এমন দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের কথাও জানিয়েছেন তিনি।

Share This