বৃহস্পতিবার, ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাইলেন প্রধান উপদেষ্টা

খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাইলেন প্রধান উপদেষ্টা
২৩৯ Views

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। তিনি দেশবাসীর কাছে তাঁর দ্রুত আরোগ্যের জন্য দোয়া কামনা করেছেন।

প্রধান উপদেষ্টার বার্তায় জানানো হয়, তিনি নিয়মিতভাবে খালেদা জিয়ার চিকিৎসার অগ্রগতি সম্পর্কে খোঁজ নিচ্ছেন এবং প্রয়োজনীয় চিকিৎসাসহ যাবতীয় সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।

তিনি বলেন, “খালেদা জিয়ার চিকিৎসায় যেন কোনো ঘাটতি না থাকে—সরকার সব ধরনের সহযোগিতার জন্য প্রস্তুত।”

গণতান্ত্রিক উত্তরণের এই সময়ে খালেদা জিয়া জাতির জন্য গুরুত্বপূর্ণ অনুপ্রেরণা উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, তার সুস্বাস্থ্য দেশ ও জনগণের জন্য অত্যন্ত প্রয়োজন।

তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিকিৎসা–সেবা, সমন্বয় ও সহায়তা নিশ্চিত করতে সার্বক্ষণিক প্রস্তুত থাকার নির্দেশ দেন।

Share This