বৃহত্তর লাকসাম জনকল্যাণ সমিতি চট্টগ্রাম’র নব-নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান


৪৭ বছর ধরে কার্যক্রম পরিচালনা করা সমাজ সেবামূলক সংগঠন বৃহত্তর লাকসাম জনকল্যাণ সমিতি, চট্টগ্রাম’র নব-নির্বাচিত কমিটির অভিষেক, গুণীজন সংবর্ধনা, মেধা বৃত্তি প্রদান ও মিলন মেলা গত শনিবার (৬ই ডিসেম্বর) শনিবার চট্টগ্রাম বন্দরের রিপাবলিক ক্লাবে সংগঠনের সহ-সভাপতি মোঃ মাহবুবুল আলম খোকনের সঞ্চালনায় ও সংগঠনের সভাপতি স্বদেশ গ্রæপের চেয়ারম্যান মোঃ নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে রাষ্ট্রের কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখার বৃহত্তর লাকসাম এর কৃতি সন্তান, সাবেক সচিব এ এফ এম সোলায়মান চৌধুরী, সাবেক সচিব ড. এ কে এম জাহাঙ্গীর, সাবেক সচিব ড. মোঃ আনোয়ার উল্যাহ্কে (এফসিএমএ) গুণীজন হিসেবে বৃহত্তর লাকসাম জনকল্যাণ সমিতি, চট্টগ্রাম’র পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনার পর আয়োজন করা হয় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পিঠা উৎসব। নব-নির্বাচিত কমিটির অভিষেক, গুণীজন সংবর্ধনা, বৃহত্তর লাকসামের কৃতি শিক্ষার্থীদের মেধা বৃত্তি প্রদান, মিলনমেলা ও চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান এবং মনমুগ্ধকর এক সাংস্কৃতিক অনুষ্ঠানের।
অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, সমিতির প্রধান উপদেষ্টা, প্রকৌশলী মোঃ মতিউর রহমান, উপদেষ্টা ডাঃ সুভাষ চন্দ্র সূত্রধর, বৃহত্তর কুমিল্লা সমিতি, চট্টগ্রাম’র সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, বৃহত্তর লাকসাম জনকল্যাণ সমিতি, চট্টগ্রাম’র সাধারণ সম্পাদক এস,এ, ফিরোজ, কুমিল্লা জেলা সমিতি চট্টগ্রাম’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মহিউদ্দিন বাবুল, সমিতির উপদেষ্টা পিবিআই এর অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজুর রহমান চৌধুরী, আনোয়ারা থানার অফিসার ইনচার্জ মোঃ মনির হোসেন প্রমুখ।
-মোঃ জাহাঙ্গীর আলম প্রেরীত
