বৃহস্পতিবার, ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

লাকসামে পাঁচ ক্যাটাগরিতে সম্মাননা পেলেন ৫ নারী

লাকসামে পাঁচ ক্যাটাগরিতে সম্মাননা পেলেন ৫ নারী
১২০ Views

            ষ্টাফ রিপোর্টার\ আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং বেগম রোকেয়া দিবস উপলক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে লাকসাম উপজেলায় বিভিন্ন ক্ষেত্রে সফল, সংগ্রামী ও উদাহরণযোগ্য নারীদের সম্মাননা প্রদান করা হয়েছে।

            গতকাল মঙ্গলবার (৯ই ডিসেম্বর) সকাল ৯টায় লাকসাম উপজেলা পরিষদের হল রুমে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে ৫টি ক্যাটাগরিতে ৫ জন নারীকে শ্রেষ্ঠ “অদম্য নারী” হিসেবে নির্বাচন করে সম্মাননা স্মারক, ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।

            অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার নার্গিস সুলতানা। তিনি বলেন, ‘সমাজের প্রতিটি ক্ষেত্রে নারীরা আজ নিজেদের মেধা, পরিশ্রম ও দৃঢ়তায় এগিয়ে যাচ্ছে। অদম্য নারীরা শুধু নিজেদের নয়; পরিবার, সমাজ ও দেশের জন্য অনুকরণীয় উদাহরণ হয়ে দাঁড়িয়েছেন। আজ যাদের সম্মাননা দেয়া হলো, তারা অন্য নারীদের প্রেরণা হয়ে থাকবে।’

            সভাপতির বক্তব্যে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মানসী পাল বলেন, ‘নারীর প্রতি বৈষম্য, সহিংসতা ও সামাজিক বাধা দূর করতে হলে সফল নারীদের গল্প সমাজে আরও বেশি তুলে ধরতে হবে। অদম্য নারী পুরস্কার সেই উদ্যোগকেই আরও শক্তিশালী করে।’

            লাকসাম পৌরসভার শ্রীপুর গ্রামের বাসিন্দা হাজেরা কুদ্দুস (রূপা) পেয়েছেন অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরির সর্বোচ্চ স্বীকৃতি। এছাড়া, শিক্ষা ও চাকরিক্ষেত্রে সফল নারী নির্বাচিত হয়েছেন ফারজানা চৌধুরী, সফল জননী নারী মোসাম্মৎ কোহিনূর আক্তার, নির্যাতনের দুঃসহ স্মৃতি পেছনে ফেলে জীবনযুদ্ধে জয়ী নারী আলেমা আক্তার, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখা নারী আছমুন নাহার।

Share This