সিঙ্গাপুরে চিকিৎসাধীন ওসমান হাদির মরদেহ দেশে পৌঁছেছে


রাজধানীর পুরানা পল্টনে দুর্বৃত্তদের গুলিতে আহত হওয়ার পর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মরদেহ দেশে আনা হয়েছে।
মূল তথ্যসমূহ:
-
মরদেহ পৌঁছানোর সময়: আজ শুক্রবার বিকেল ৫টা ৪৮ মিনিটে।
-
পরিবহন: বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট (বিজি–৫৮৫)।
-
স্থান: ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর।
-
নিশ্চিতকরণ: প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছে।
ঘটনার প্রেক্ষাপট:
গত ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে দুর্বৃত্তরা শরিফ ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি চালায়। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পান। তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরবর্তীতে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে নিবিড় পর্যবেক্ষণে থাকা অবস্থায় গতকাল বৃহস্পতিবার তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।
